স্কোন্টো স্টেডিয়াম

স্থানাঙ্ক: ৫৬°৫৭′৪০.৯৪″ উত্তর ২৪°৬′৫৯.০৭″ পূর্ব / ৫৬.৯৬১৩৭২২° উত্তর ২৪.১১৬৪০৮৩° পূর্ব / 56.9613722; 24.1164083
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্কোন্টো স্টেডিয়াম
Skonto stadions
মানচিত্র
অবস্থানই. মেলঙ্গালিয়া ১এ, রিগা, লাটভিয়া
ধারণক্ষমতা৮,০৮৭[২]
উপস্থিতির রেকর্ড৩৩,০০০
উদ্বোধন২৮ জুন, ২০০০[১]
ভাড়াটে
স্কোন্টো ফুটবল ক্লাব (২০০০ - ২০১৬)
লাটভিয়া জাতীয় ফুটবল দল (২০০০ - ২০১৭)
রিগা ফুটবল ক্লাব (২০১৬ –বর্তমান)

স্কোন্টো স্টেডিয়াম (লাটভিয়ান: Skonto stadions, রোমানিকরণঃ স্কোন্টো স্টাডিয়নস) ২০০০ সালে নির্মিত ফুটবল স্টেডিয়াম। স্টেডিয়ামটি লাটভিয়ার রাজধানী রিগার প্রাণকেন্দ্রে হাঞ্জাস আইয়েলা সড়কে অবস্থিত। ২০০০ সালের ২৮ জুন, স্বাগতিক স্কোন্টো ফুটবল ক্লাবএফকে টরপেডো'র মধ্যকার ম্যাচের মাধ্যমে এই স্টেডিয়ামের উদ্বোধন করা হয়।[১] ৮,০৮৭ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্থাপনাটি লাটভিয়ার বৃহত্তম ফুটবল স্টেডিয়াম এবং দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া স্থাপনা। এটি স্কোন্টো ও রিগা ফুটবল ক্লাব এবং লাটভিয়ার জাতীয় ফুটবল দলের স্বাগতিক মাঠ।[৩]

কাঠামো[সম্পাদনা]

স্টেডিয়ামের ফুটবল মাঠের দক্ষিণ-পূর্ব দিক ছাড়া বাকি তিন দিকে ছাউনিযুক্ত দর্শক বসার আসনব্যবস্থা আছে। ৮,০৮৭ দর্শক আসন ছাড়াও ৭৯ জন সাংবাদিক বসার সংবাদ কক্ষ ও ১২০ জন দর্শক বসার বিশেষ সুবিধাপ্রাপ্ত কক্ষ আছে।[২] কৃত্রিম ঘাসযুক্ত মাঠের 'ইনডোর' কমপ্লেক্স 'অলিম্পিক স্কোন্টো হল' এই স্টেডিয়ামের মূল কমপ্লেক্সের অন্তর্গত।

ব্যবহার[সম্পাদনা]

স্টেডিয়ামটি মূলত ফুটবল খেলা আয়োজনের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এছাড়াও এখানে সঙ্গীত কনসার্ট, জাতীয় সঙ্গীত ও নৃত্য উৎসবের আয়োজন হয়েছে। ২০০০ সালে নির্মাণের পর হতে স্টেডিয়ামটি লাটভিয়ার ঘরোয়া লীগের প্রথম স্তর লাটভিয়ান হাইয়ার লিগ - ভিরস্লিগায় খেলা স্কোন্টো ফুটবল ক্লাব, লাটভিয়ার জাতীয় ফুটবল দল এবং লাটভিয়ার অনূর্ধ্ব-২১ দলের স্বাগতিক মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০০৯ সালে ফুটবল ক্লাব এফকে ভেন্টস্পিলস নিজেদের স্টেডিয়ামে কারিগরি জটিলতার কারণে উয়েফা ইউরোপা লীগের একটি ম্যাচ এই স্টেডিয়ামে খেলে।

২০০৩ সালে স্টেডিয়ামটিতে লাটভিয়ান সঙ্গীত ও নৃত্য উৎসবের আয়োজন করা হয়। ২০০৮ সালে এখানে এরোস্মিথ ও মেটালিকা ব্যান্ডের কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এই স্টেডিয়ামে স্নুপডগ, ম্যাসিভ এটাক, ডেপেচে মুড, এলটন জনএকন সঙ্গীত পরিবেশন করেছেন।[১]

দর্শক উপস্থিতি[সম্পাদনা]

২০০৮ সালে আয়োজিত এরোস্মিথ ও মেটালিকা ব্যান্ডের কনসার্ট দুইটি যথাক্রমে ৩২,০০০ ও ৩৩,০০০ দর্শক উপভোগ করে; যা স্টেডিয়ামটিতে সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড।[১] ২০০৩ সালে অনুষ্ঠিত স্বাগতিক লাটভিয়া ও তুরস্কের মধ্যে হওয়াউয়েফা ইউরো ২০০৪ -এর বাছাইপর্বের ম্যাচে ৯,০০০ দর্শক হয়েছিল, এটি এই স্টেডিয়ামে অনুষ্ঠিত যেকোন ফুটবল ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড।[৩]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Lielisks stadions gaida lielisku spēli Arturs Vaiders, Diena
  2. http://stadiumdb.com/stadiums/lva/skonto_stadions
  3. "Latvia vs Turkey, 15 November 2003, Euro 2004 Qualifying"eu-football.info (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-৩১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]