সোলতান (পত্রিকা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সোলতান ছিল বাঙালি মুসলিম সম্প্রদায়ের একটি ঐতিহাসিক সংবাদপত্র । এটি চট্টগ্রাম ভিত্তিক ছিল।[১][২][৩]

ইতিহাস[সম্পাদনা]

সোলতান ১৯০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটির অর্থায়ন করেছিলেন মীর্জা মুহাম্মদ ইউসুফ আলি  যিনি ছিলেন সমাজ-সংস্কারক ও ইমাম গাজ্জালীর কিমিআই সায়াদত গ্রন্থের বাংলা সংস্করণ সৌভাগ্য স্পর্শমণির রচয়িতা। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মনিরুজ্জামান ইসলামাবাদী। সংবাদপত্রটি মুসলিম বিশ্বের মুখোমুখি বিষয়গুলি সম্পর্কে লিখেছিল। এটি ১৯০৪ সালে প্রকাশনা বন্ধ করে দেয়, তবে ১৯২৬ সালে পুনরাম্ভ করে এবং ১৯২৮ অবধি প্রকাশনা অব্যাহত থাকে। পত্রিকাটির সম্পাদক মনিরুজ্জামানের ইসলামাবাদীর উদার মতামত এতে প্রতিফলিত হয়েছিল।[৪] পত্রিকাটি স্বদেশী আন্দোলন সমর্থক ছিল। [৫][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইসলাম, মুস্তফা নুরুল (১৯৭৩)। Bengali Muslim public opinion as reflected in the Bangali press, 1901-1930 (ইংরেজি ভাষায়)। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৫৫। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮ 
  2. ত্রিবেদী, রাজ কুমার (১৯৯৪)। The Critical Triangle: India, Britain, and Turkey, 1908-1924 (ইংরেজি ভাষায়)। পাবলিকেশন স্কিম। আইএসবিএন 9788185263915 
  3. কংগ্রেস, ভারতীয় ইতিহাস (১৯৮৫)। Proceedings - Indian History Congress (ইংরেজি ভাষায়)। ভারতীয় ইতিহাস কংগ্রেস। পৃষ্ঠা ৫৭৩। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮ 
  4. নাহীদ কাইউম (২০১২)। "সোলতান"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  5. Basu, Mrinal Kumar (১৯৯০)। Rift and reunion: contradictions in the Congress, 1908-1918 (ইংরেজি ভাষায়)। কে.পি. বাগচি এন্ড কো.। পৃষ্ঠা ১৩৬। আইএসবিএন 978-81-7074-051-3। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮ 
  6. Sarkar, Chandiprasad (১৯৯১)। The Bengali Muslims: A Study in Their Politicization, 1912-1929 (ইংরেজি ভাষায়)। কে.পি. বাগচি এন্ড কো.। পৃষ্ঠা ২৫৬। আইএসবিএন 978-81-7074-096-4। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮