সোয়ার্টস বিক্রিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোয়ার্টস ফ্লুরিনেশন বিক্রিয়া
যার নামে নামকরণ হয় ফ্রেডেরিক সোয়ার্টস
বিক্রিয়ার ধরন প্রতিস্থাপন বিক্রিয়া

জৈব রসায়নে সোয়ার্টস বিক্রিয়া হল একটি প্রতিস্থাপন বিক্রিয়া যাতে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন পরমাণুকে ফ্লুওরিন দ্বারা প্রতিস্থাপিত করা যায়। ১৮৯২ খ্রিস্টাব্দে রসায়নবিদ ফ্রেডেরিক সোয়ার্টস এটি আবিষ্কার করেন।[১]

এই বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে সিলভার ফ্লুরাইড (AgF), অ্যান্টিমনি ট্রাইফ্লুরাইড (SbF3), মারকিউরাস ফ্লুরাইড (Ag2F2) প্রভৃতি ব্যবহার করা হয়।

এই বিক্রিয়ায় সবসময় তাপ প্রদান করা হয় না, তবুও বিক্রিয়ার বেশ ভালোই উৎপাদ পাওয়া যায়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Acad. Roy. Belg 3(24) p.474 (1892)