সুমতি ওরাওঁ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুমতি ওরাওঁ
লোক সভার সদস্য
কাজের মেয়াদ
১৯৮২ – ১৯৯১
পূর্বসূরীকার্তিক ওরাওঁ
উত্তরসূরীললিত ওরাওঁ
সংসদীয় এলাকালোহারদাগা, বিহার
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1935-02-15) ১৫ ফেব্রুয়ারি ১৯৩৫ (বয়স ৮৯)
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস

সুমতি ওরাওঁ (জন্ম ১৫ ফেব্রুয়ারি ১৯৩৫) ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন ভারতীয় প্রাক্তন রাজনীতিবিদ।

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

ওরাওঁর জন্ম ১৯৩৫ সালের ১৫ ফেব্রুয়ারি গুমলা জেলার সিমডেগায়। তিনি ছিলেন তেজু ভগতের কন্যা।[১]

রাজনৈতিক পেশা[সম্পাদনা]

ওরাওঁ ১৯৮৭ থেকে ১৯৮৮ সালের মধ্যে কেন্দ্রীয় কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে এবং ১৯৮৮ থেকে ১৯৮৯ সালের মধ্যে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রথম ১৯৮২ সালের উপনির্বাচনে লোহারদাগা আসন থেকে লোকসভায় নির্বাচিত হন। তিনি ১৯৮৪ সালে ৪৭% ভোট পেয়ে এবং ১৯৮৯ সালে ৫৯.১৭% ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন।[২][৩][৪] তিনি ১৯৯১ সালের নির্বাচনে ললিত ওরাওঁর কাছে হেরে যান, যিনি ১৪.৬% ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তিনি ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত রাজীব গান্ধীর নেতৃত্বে তার নির্বাচনী এলাকায় আদিবাসীদের উন্নতির দিকে মনোনিবেশ করেছিলেন। ওরাওঁ ১৯৯১ থেকে ১৯৯৬ সালের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী পি. ভি. নরসিংহ রাওকে সেকুয়াপানির গ্রামবাসীদের অবস্থা সম্পর্কে একটি চিঠি লিখেছিলেন। সেকুয়াপানি গুমলার একটি গ্রাম যেখানে সেনাবাহিনীর অনুশীলন মহড়ার আর্টিলারি শেল এসে পড়ে, এতে কখনও কখনও বাসিন্দাদের ক্ষতি হয়েছিল। এই কারণে তখন এলাকায় স্থায়ী সেনা ক্যান্টনমেন্টের প্রস্তাবের বিরোধিতা করা হয়।[৫]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তিনি সহকর্মী রাজনীতিবিদ কার্তিক ওরাওঁকে বিয়ে করেন। তাঁদের এক ছেলে ও তিন মেয়ে আছে। গীতশ্রী ওরাওঁ হলেন তার সন্তান।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Who's who of women in world politics (1st সংস্করণ)। Bowker-Saur। ১৯৯১। পৃষ্ঠা 177। আইএসবিএন 0-86291-627-5ওসিএলসি 24380132 
  2. "List of Winning MP and Runner up from 1957 to till date from Lohardaga Lok Sabha Constituency"। www.mapsofindia.com। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৪ 
  3. "9th Lok Sabha Members Bioprofile"। Lok Sabha। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৪ 
  4. "Republic of India/ Bharat Women"। www.guide2womenleaders.com। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৪ 
  5. P Sainath (১৪ অক্টোবর ২০০০)। Everybody loves a good drought। Penguin Books Limited। আইএসবিএন 978-81-8475-734-7 
  6. "Former Jharkhand minister & AICC member resigns from Congress"The Economic Times। ২০২২-০১-৩০। আইএসএসএন 0013-0389। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]