সি-বেসড এক্স-ব্যান্ড রাডার (এসবিএক্স)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চলমান সি-বেসড এক্স-ব্যান্ড রাডার ।

সি-বেসড এক্স-ব্যান্ড রাডার (এসবিএক্স) (ইংরেজী: The Sea-Based X-Band Radar (SBX)) একটি অভিনব ভাসমান ও চলমান রাডার স্টেশন।এটি তেলের রিগের উপর স্থাপিত একটি স্থাপনা, যা মিসাইল ডিফেন্স এজেন্সি'র  ব্যালেস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম এর অংশ হিসেবে প্রস্তুত করা হয়েছিল। [১] [২]

বিবরণ[৩][সম্পাদনা]

দৈর্ঘ্যঃ  ৩৮৯ ফুট (১১৯ মিটার )

বীম : ২৩৮ ফুট (৭৩ মিটার)

উচ্চতা : ৮৫ মিটার (২৭৯ ফুট)

গতি: ৯ নট (১৭ কিমিঃ/ঘন্টা; ১০  ঘন্টাপ্রতিমাইল)

লোকবল : আনুমানিক ৭৫-৮৫ সদস্য, যাদের বেশিরভাগ ই বেসামরিক সদস্য।

রাডারের উচ্চটা : ১০৩ ফুট (৩১ মিটার)

রাডারের ডায়ামিটার : ১২০  ফুট (৩৭ মিটার)

রাডারের ওজন: ১৮,০০০  পাউন্ড (৮,২০০ কিলোগ্রাম)

রাডারের পাল্লা : ২,০০০ কিমিঃ (১,২০০ মাইল)

বিস্তারিত[সম্পাদনা]

সি-বেসড এক্স-ব্যান্ড রাডার (এসবিএক্স), স্থলনির্ভর প্রতিরক্ষা ব্যাবস্থাপনার অংশ, যা মিসাইল ডিফেন্স এজেন্সি তদারক করে তৈরি করেছিল। চাহিদা মোতাবেক একটি নির্দিষ্ট এরিয়ায় যাতে সহজেই প্রতিরক্ষা বূহ্য তৈরি করা যায়, সেই লক্ষে ভাসমান এই  রাডার স্টেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ নির্ধারিত জায়গা নির্ভর রাডার গুলো শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গা জুড়েই সেবা দিতে সক্ষম, সেই সীমাব্ধতা দূর করতে এর উৎপত্তি ।   

এসবিএক্সে বেশ কিছু রাডার ডোম রয়েছে, এবং তাদের মধ্যে মূল এক্স-ব্যান্ডের রাডার ডোমটি অবস্থিত। এই রাডারটির ওজন  ১৮০০ টন।[৩]  

ইতিহাস[সম্পাদনা]

২০০৬ সালে এসবিএক্সকে সর্বপ্রথম সেবায় নিযুক্ত করা হয়। ক্রমঃ রক্ষনাবেক্ষন ও সারাইয়েরর জন্য এটি পার্ল হারবার ব্যাবহার করে। উত্তর কোরিয়ার দূর পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ পরীক্ষা নজরদারী করা জন্য একে প্যাসিফিকেও নিয়োগ করা হয়।


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sea-based X-band Radar (SBX)"Missile Threat (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২০ 
  2. "Sea-Based X-Band Radar (SBX) – Missile Defense Advocacy Alliance" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২০ 
  3. "Sea-Based X-Band Radar-1 (SBX-1)"Naval Technology (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২০