সিলেট সিনেমা হলে বোমা হামলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিলেটের সিনেমা হলে বোমা হামলা
স্থানসিলেট, বাংলাদেশ
তারিখ৫ আগষ্ট ২০০৪
লক্ষ্যসিনেমা হল
হামলার ধরনসন্ত্রাসী ঘটনার তালিকা
নিহত
আহত২৫ (সর্বমোট)

সিলেটের সিনেমা হলে বোমা হামলা বলতে সিলেটের দুটি সিনেমা হলে বোমা হামলাকে বোঝায়।

পটভূমি[সম্পাদনা]

২০০২ সালে, সাতক্ষীরা বোমা হামলা এবং ময়মনসিংহের সিনেমা বোমা হামলায় সিনেমা হলগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।[১] ২০০০ এর দশকের প্রথম দিকে বাংলাদেশে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটে।[১][২][৩]

২০০৪ সালের মে মাসে, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর বোমা হামলা হয়, যখন তিনি সিলেটের শাহ জালাল দরগায় একটি মাজার পরিদর্শন করছিলেন।[১] জে. কোফার ব্ল্যাক, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এবং সন্ত্রাস দমনের সমন্বয়ক, ৫ আগস্ট ২০০৪-এ বাংলাদেশ সফর করছিলেন।[৪]

ইতিহাস[সম্পাদনা]

৫ আগস্ট ২০০৪, সিলেটের রংমহল সিনেমা এবং মনিকা সিনেমায় পাঁচ মিনিটের ব্যবধানে দুটি বোমা বিস্ফোরণ ঘটে।[১] রংমহল সিনেমায় বিস্ফোরণে ১২ বছর বয়সী এক ছেলে মারা যায় এবং ২০ জন আহত হয় এবং মনিকা সিনেমায় বিস্ফোরণে পাঁচজন আহত হয়।[৫] সেদিন সিলেটের অবকাশ সিনেমা নামক আরেকটি সিনেমা হল থেকে একটি অবিস্ফোরিত বিস্ফোরক উদ্ধার করা হয়।[৫]

ঢাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অবিস্ফোরিত বোমাটি উদ্ধার করে যারা নিরাপদে লাক্কাতুরা গলফ ক্লাবের মাঠে এটি বিস্ফোরণ ঘটায়।[৫] বন্দরবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোখলেসুর রহমান বিস্ফোরণের বিষয়ে একটি মামলা দায়ের করেন এবং সন্দেহভাজন ১২ বছর বয়সী শহিদ বোমা বহনকারী ছিলেন। শহিদের বাবা ও অন্য তিনজনকে আটক করা হলেও কোনো লিড পাওয়া যায়নি। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মোরশেদ বিস্ফোরণের ঘটনায় আরেকটি মামলা দায়ের করেন। সন্দেহভাজনদের ঢাকায় জয়েন্ট ইন্টারোগেশন সেল জিজ্ঞাসাবাদ করে।[৫] আওয়ামী লীগের এক রাজনীতিবিদকে অল্পের জন্য আটক করেছে পুলিশ।[৬]

মামলার দায়িত্ব হস্তান্তর করেন অপরাধ তদন্ত বিভাগ ও সহকারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমান । রহমান অবসরে যাওয়ার পর তদন্তের দায়িত্ব নেন ইন্সপেক্টর জোবায়ের যিনি সোলেমান নামে একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bangladesh detains bomb suspects"BBC (ইংরেজি ভাষায়)। ২০০৪-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৫ 
  2. "First mass attack since 2005"Dhaka Tribune। ২০১৫-১০-৩১। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৫ 
  3. "Terror In The Mail"Outlook (Indian magazine)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৫ 
  4. "Welcome"www.tribliveoffers.com। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৫ 
  5. "No headway in 4 yrs in Sylhet cinema blasts"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৯-০৮-০৪। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৫ 
  6. "Briton held for B'desh blast - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৫