সিকান্দর পাশা জামাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সিকান্দর পাশা জামাত ( তুর্কি: İskenderpaşa Cemaati ইস্কেন্দেরপাশা জেমাতি) তুরস্কের নকশবন্দী-খালেদী তরিকার একটি শাখা।

ইতিহাস[সম্পাদনা]

সিকান্দর পাশা জামাতটি প্রথম মুহম্মদ জাহেদ কোৎকু (১৮৯৭-১৯৮০) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যখন তিনি ইস্তাম্বুলের ফাতেহ জেলার সিকান্দর পাশা মসজিদের ইমাম হিসাবে নিযুক্ত হন, যা ওছমানী সুলতান দোসরা বায়েজীদের উজিরে আজম সিকান্দর পাশা দ্বারা নির্মিত হয়েছিল। কোৎকুর ইন্তেকালের পর জামাতের নেতা হলেন মাহমূদ আসাদ জোশান। তারপর, জোশানের সাহেবজাদা মুহররম নূরুদ্দীন জোশান এই জামাতের নেতা হন।

উল্লেখযোগ্য সদস্য[সম্পাদনা]

এই সম্প্রদায়ের অনেক বিশিষ্ট সদস্য রয়েছে: [১] [২]

তথ্যসূত্র[সম্পাদনা]