সালিমুল হক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সালিমুল হক
জন্ম২ অক্টোবর ১৯৫২
মৃত্যু২৮ অক্টোবর ২০২৩
জাতীয়তাব্রিটিশ, বাংলাদেশি
পেশাবিজ্ঞানী

সালিমুল হক (২ অক্টোবর ১৯৫২ - ২৮ অক্টোবর ২০২৩) ছিলেন একজন ব্রিটিশ বাংলাদেশি বিজ্ঞানী এবং জলবায়ু বিশেষজ্ঞ। তিনি "ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর ইনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইইডি)"-এর সিনিয়র ফেলো এবং ‘বাংলাদেশ সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ এন্ড ডেভলপমেন্টের’ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।[১] তিনি ২০২২ সালে বিজ্ঞান সাময়িকীতে ন্যাচার'স ১০ জনের একজন নির্বাচিত হন।[২]

জাতিসংঘের আয়োজনে ২০১৯ সাল পর্যন্ত যে ২৪টি জলবায়ু সম্মেলন হয়েছে তার প্রতিটিতে অংশ নিয়েছেন তিনি।[৩]

ক্যারিয়ার[সম্পাদনা]

আইআইআইডিতে যোগদানের আগে তিনি বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডিজ এ কর্মরত ছিলেন, যেটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত। তিনি জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে থাকেন।

জলবায়ু পরিবর্তন নিয়ে তিনি বিভিন্ন প্রতিবেদন ও নিবন্ধ প্রকাশ করেছেন। তিনি জাতিসংঘভুক্ত সংস্থা আইপিসিসির সাথেও যুক্ত আছেন।[৪]

পুরস্কার[সম্পাদনা]

জলবায়ু পরিবর্তন বিষয়ে তার গবেষণার স্বীকৃতিস্বরূপ ২০০৭ সালে তাকে বুর্টনি এওয়ার্ড প্রদান করা হয়।[৫]

মৃত্যু[সম্পাদনা]

২০২৩ সালের ২৮ অক্টোবর তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৬] [৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Our Team"International Centre for Climate Change and Development। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৮ 
  2. "Nature's 10"Nature (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৫ 
  3. "মাংস কম খেতে বললেন সালিমুল হক"ডয়েচে ভেলে বাংলা। ১৩ ফেব্রুয়ারি ২০১৯। 
  4. "Politics and Policy"। British Bangladeshi Power 100। ২০১২। ১৬ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১২  10. Saleemul Huq
  5. "Kaleidoscope: Newsletter of the Embassy of Bangladesh, Sweden" (পিডিএফ)1 (1)। মার্চ–এপ্রিল ২০০৭: 19। ২৫ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০০৯ 
  6. প্রতিনিধি, বিশেষ (২৯ অক্টোবর ২০২৩)। "জলবায়ুবিশেষজ্ঞ সালিমুল হক আর নেই"Prothomalo। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৩ 
  7. "খ্যাতিমান জলবায়ু বিজ্ঞানী ড. সালিমুল হকের মৃত্যুতে সাকজেফ'র গভীর শোক"ভালো সংবাদ। Archived from the original on ২৯ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৩