সর্পিল ধমনী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জরায়ুর ধমনীগুলোর সূক্ষ্মগঠন, ডানদিকে সর্পিল ধমনী দেখানো হয়েছে।

সর্পিল ধমনী হলো এক ধরনের ক্ষুদ্রাকৃতির ধমনী যেগুলো মাসিক চক্রের লুটিয়াল পর্যায়ে জরায়ুর এন্ডোমেট্রিয়ামে রক্ত সরবরাহ করে।[১]

এই ধমনীর উপস্থিতি চিহ্নিত করা মাসিক চক্রের পর্যায় সনাক্তকরণের জন্য অন্যতম কৌশল।

গর্ভাবস্থায় জরায়ুতে রক্ত সরবরাহের জন্য সর্পিল ধমনী রূপান্তরিত হয়ে থাকে। এর সাথে নিম্নোক্ত বিষয়গুলো জড়িত:

  • রক্তনালির প্রাচীর থেকে মসৃণ পেশি এবং স্থিতিস্থাপক ল্যামিনা হ্রাসকরণ।
  • রক্তনালির মুখে ৫-১০টি ভাঁজ বিচ্ছিন্নকরণ।

সর্পিল ধমনীর শারীরবৃত্তীয় রূপান্তরে ব্যর্থতা জরায়ুস্থ ভ্রুনের বৃদ্ধির সীমাবদ্ধতা এবং প্রাক-এক্লাম্পসিয়াসহ বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]