সম্মুখী ঝোঁক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফরোয়ার্ড বায়াসিং বা সম্মুখী ঝোঁক হলো যে কোনো এক দিকে তড়িৎ প্রবাহের ঘটনা। সাধারণত ডায়োড বা p-n জাংশনকে ফরোয়ার্ড বায়াসিং করলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় এবং তা শুধু একদিকেই হয়। ডায়াডের এ ধরনের ব্যবহারের কারণে একে রেক্টিফায়ার তৈরিতে ব্যবহার করা হয়।রেক্টিফায়ার মূলত AC কে DC তে পরিণত করে। আবার ডায়াডকে রিভার্স বায়াসিং করলে এর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহের ঘটনা ঘটে না।