সন্ত নির্মলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সন্ত নির্মলা (মারাঠি: संत निर्मळा) ছিলেন চোদ্দ শতকের ভারতের মহারাষ্ট্র রাজ্যের একজন মহিলা কবি ও সাধিকা। তিনি ছিলেন সুবিখ্যাত সন্ত চোখামেলার ছোট বোন। তিনি তার ভাইয়ের সমান পবিত্র ও মহিমাময় হিন্দু সাধিকা হিসাবে জনসমাজে পূজিত ও সম্মানিত ছিলেন।[১] তৎকালীন মহারাষ্ট্রের অস্পৃশ্য মাহার বর্ণের এক ব্যাক্তির সাথে তার বিবাহ হয়। তার স্বামীর নাম ছিল বাঙ্কা।[২] তার লেখনির মুল বিষয়বস্তু ছিল জাতিবাদ সম্পর্কিত কুপ্রথা। তৎকালীন সমাজে প্রচলিত জাতিভেদ প্রথার ফলে তিনি অনেক অন্যায়, অবিচার এবং অসাম্যের শিকার হয়েছিলেন। সেইসবকিছুর বর্ননা তার লেখনিতে ফুটে উঠেছে।[৩]

পরবর্তীকালে তিনি পার্থিব বিবাহিত জীবনের প্রতি খেদ প্রকাশ করেন এবং শান্তির জন্য পন্ধরপুরের দেবতার ভক্তিতে লীন হয়ে যান। তার রচিত লেখনির মধ্যে কোথাও তার স্বামী বাঙ্কার নাম উল্লেখ করা নেই।[৪]

জীবনী[সম্পাদনা]

নির্মলার জন্ম বুলধানা জেলার মেহুনারাজায়।[৫] মেহুনারাজে নির্মলা নামে একটি নদী আছে। তাই নবজাতিকার নাম দেওয়া হয় নির্মলা।[৫] সন্ত নির্মলা ছিলেন সন্ত চোখা মেলার ছোট বোন ও সন্ত সোয়ারাবাই -এ ননদ।[৫] পরিবারের সকল ব্যাক্তির ঈশ্বরে অপার ভক্তি ছিল। তারা নিয়মিত পন্ধরী ভগবানের দর্শন করতে যেতেন। মেহুনারাজা থেকে যাতায়াত করা কঠিন হওয়ায় তারা দীর্ঘদিন পন্ধরপুরে বসবাস করেন।[৫] কিন্তু চোখা মেলার আকস্মিক মৃত্যুর পর নির্মলা ও তার স্বামী বঙ্কা মেহুনারাজায় ফিরে আসেন। আজও নির্মলা নদীর তীরে তাঁর সমাধি রয়েছে।[৫]

তখন এমন এক সময় যখন সমাজে জাতিভেদ প্রথা ও তার দ্বারা সৃষ্ট অন্যায় অবিচার চরমে উঠেছিল। তখন এই অচলাবস্থা ভাঙার জন্য বিভিন্ন মহাপুরুষের প্রচেষ্টায় প্রধান ভূমিকা পালন করেছিল চোখামেলা ও তার পরিবার।[৫] জাতিভেদ প্রথার থেকে সমাজকে কলুষতামুক্ত করার সাধকদের প্রচেষ্টায় মহিলা সাধক নির্মলা এক বড় ভূমিকা পালন করেছিলেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Kher, B.G. (১৯৭৯)। "Maharashtra Women Saints"। Swami Ganananda; Steward-Wallace, John। Women Saints, East & West। Hollywood, Calif.: Vedanta। পৃষ্ঠা 61–62আইএসবিএন 0874810361 
  2. Zelliot, Eleanor (২০০০)। "Sant Sahitya and its Effect on Dalit Movements"। Kosambi, Meera। Intersections: Socio-cultural Trends in Maharashtra। New Delhi: Orient Longman। পৃষ্ঠা 190। আইএসবিএন 8125018786 
  3. Ghokale-Turner, Jayashree B. (১৯৮১)। "Bakhti or Vidroha: Continuity and Change in Dalit Sahitya"। Lele, Jayant। Tradition and modernity in Bhakti movements। Leiden: Brill। পৃষ্ঠা 29আইএসবিএন 9004063706 
  4. Zelliot, Eleanor (২০০৮)। "Chokhamela, His Family and the Marathi Tradition"। Aktor, Mikael; Deliège, Robert। From Stigma to Assertion: Untouchability, Identity and Politics in Early and Modern India। Copenhagen: Museum Tusculanum Press। পৃষ্ঠা 76–86। আইএসবিএন 978-8763507752 
  5. "संत निर्मळा माहिती"