সংবিধান দিবস (ভারত)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সংবিধান দিবস
ভারতীয় সংবিধানের প্রস্তাবনা
আনুষ্ঠানিক নামসংবিধান দিবস
অন্য নামজাতীয় আইন দিবস
পালনকারীভারত
তাৎপর্যভারতের গণপরিষদ ১৯৫০ খ্রিস্টাব্দে গ্রহণ করে
উদযাপনবিদ্যালয়ের সংবিধান সম্পর্কিত কার্যক্রম, সমতার জন্য দৌড়, সংসদের বিশেষ অধিবেশন
শুরু১৯৫০
তারিখ২৬ নভেম্বর
সংঘটনবার্ষিক
প্রথম বার২০১৫
সম্পর্কিতভারতের সংবিধান, সাধারণতন্ত্র দিবস (ভারত)
" ভারতের সংবিধানের জনক" নামে পরিচিত ভীমরাও রামজি আম্বেদকর

সংবিধান দিবস ( আইএএসটি: Samvidhāna Divasa ), (যা জাতীয় আইন দিবস নামেও পরিচিত) প্রতিবছর ২৬ নভেম্বর পালিত হয়। ভারতের সংবিধান ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর ভারতের গণপরিষদে গৃহীত হয়েছিল এবং ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি কার্যকর হয়েছিল।[১]

ভারত সরকার ২০১৫ খ্রিস্টাব্দের ১৯ নভেম্বর তারিখের এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ২৬ নভেম্বর তারিখটিকে সংবিধান দিবস হিসাবে ঘোষণা করে। ওই বছরের ১১ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুম্বাইয়ের দাদারে বি আর আম্বেদকরের 'স্ট্যাচু অফ ইকুয়ালিটি' ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এই ঘোষণা করেন।[২]

পটভূমি[সম্পাদনা]

২০১৫ খ্রিস্টাব্দটি ছিল ভারতের সংবিধানের প্রণেতা ড. বি আর আম্বেদকর (১৪ এপ্রিল ১৮৯১ - ৬ ডিসেম্বর ১৯৫৬) এর ১২৫ তম জন্মবার্ষিকী বছর। ভারত সরকার বিশেষ গুরুত্ব দিয়ে বছর টি উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।[৩][৪][৫] বর্ষব্যাপী উদযাপনের জন্য ভারতের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। আম্বেদকরের চিন্তা, ভাবনা ও ধারনা ছড়িয়ে দিতে সারা বছর ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ বিভিন্ন কর্মসূচি পালন করবে। [৪][৬] তারই অঙ্গ হিসাবে ২০১৫ খ্রিস্টাব্দের ১১ অক্টোবর মুম্বাইয়ের দাদারে ইন্দু মিলস কম্পাউন্ডে আম্বেদকর স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উদযাপনের অংশ হিসেবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন যে ২৬ নভেম্বর "সংবিধান দিবস" হিসাবে পালিত হবে।[৭][৮][৯][১০] ২০১৫ খ্রিস্টাব্দের ১৯ নভেম্বর ভারত সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপনের ঘোষণা দেয়।[১১]

প্রসঙ্গত উল্লেখ্য এই যে, বি আর আম্বেদকরের নেতৃত্বাধীন সংবিধান রচনার খসড়া কমিটির ৩৮৯ জন সদস্যের (১৫ জন মহিলা সদস্যসহ) কঠিন পরিশ্রমে রচিত হয়েছিল ভারতের সংবিধান। ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর গণপরিষদে উপস্থিত সদস্যদের উচ্চস্বরে ও দীর্ঘায়িত সমর্থনে তৎকালীন রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদের সংবিধান পাশকে স্বাগত জানান হয়েছিল। সংবিধান পাশ হওয়ার পর প্রবীণ স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা দুই ভগিনী অরুণা আসফ আলীপূর্ণিমা বন্দ্যোপাধ্যায়ের জনগণমন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে গণপরিষদের ঐতিহাসিক অধিবেশন শেষ হয়।[১২] ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি সংবিধান আইনত কার্যকর হলে ২০১৫ খ্রিস্টাব্দের আগে প্রতিবছর ২৬ নভেম্বর তারিখটি জাতীয় আইন দিবস হিসাবে পালিত হত।[১৩]

উদযাপন[সম্পাদনা]

ভারতে সংবিধান দিবস সরকারি ছুটির দিন নয়। ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নানা কার্যক্রম গ্রহণ করে থাকে।

শিক্ষা ও সাক্ষরতা অধিদফতরের পরামর্শে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও সাক্ষরতা কেন্দ্রের অংশগ্রহণকরীরা 'সংবিধানের প্রস্তাবনা' পাঠ করে। এছাডাও, তারা ভারতের সংবিধানের বিষয়ে অনলাইন এবং অফলাইনে কুইজ এবং প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যের উপর অনেক বিদ্যালয়ের পড়ুয়ারা বক্তৃতাতেও অংশগ্রহণ করে থাকে।

উচ্চ শিক্ষা বিভাগ তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন সমসাময়িক সমস্যা এবং উদ্বেগের বিষয়ে তাদের মতামত তুলে ধরার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে উপহাস সংসদ বা 'মক পার্লামেন্ট'এর আয়োজন করতে পরামর্শ দেয়, যাতে তারা সংসদীয় বিতর্কে যোগ দিয়ে তাদের দক্ষ করে তুলতে পারে।

২০১৫ খ্রিস্টাব্দের প্রথম সংবিধান দিবস উদযাপনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আম্বেদকর বিশ্ববিদ্যালয়, লখনউতে একটি সর্বভারতীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেখানে সমস্ত রাজ্যের ক্যুইজ বিজয়ীরা অংশগ্রহণ করেছিল।[১১]

বিদেশ মন্ত্রক বিদেশ মন্ত্রক সমস্ত বিদেশী ভারতীয় স্কুলগুলিকে ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসাবে উদযাপন করার নির্দেশ দেয় এবং দূতাবাসগুলিকে সেই জাতির স্থানীয় ভাষায় সংবিধান অনুবাদ করার এবং বিভিন্ন একাডেমি, লাইব্রেরি এবং ইন্ডোলজির অনুষদে বিতরণ করার নির্দেশ দেয়। ভারতীয় সংবিধান আরবি ভাষায় অনুবাদের কাজ শেষ হয়েছে।[১১][১৪] ক্রীড়া বিভাগ "সমতার জন্য দৌড়" নামে প্রতীকী দৌড়ের আয়োজন করে।[১১][১৫] সংবিধান ও আম্বেদকরকে শ্রদ্ধা জানানোর জন্য ২৬ নভেম্বর ২০১৫ তারিখে ভারতীয় সংসদের একটি বিশেষ অধিবেশনও ছিল। এ উপলক্ষে সংসদ ভবন চত্বরেও আলোকমালায় সজ্জিত করা হয়। [১১]

অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ২০১৯ খ্রিস্টাব্দের ২৭ নভেম্বর বিশাখাপত্তনমের বিচ রোডে ৭০ তম সংবিধান দিবস উপলক্ষে 'রান ফর আম্বেদকর' সমাবেশে যোগ দিয়েছিল।[১৬]

২০২৩ খ্রিস্টাব্দের সংবিধান দিবস উদযাপনে।[১৭] মণিপুরের তৎকালীন মুখ্যমন্ত্রী নংথোম্বাম বীরেন সিং ইম্ফলের মুখ্যমন্ত্রী সচিবালয়ের ক্যাবিনেট হলে সংবিধানের ১০৫ তম সংশোধনীসহ আনুষ্ঠানিকভাবে ভারতের সংবিধানের দ্বিভাষিক সংস্করণ ইংরাজী ও মৈতৈ লিপিতে প্রকাশ করেন।[১৮][১৯][২০] । দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই প্রকাশনা।[২১] তথা সংবিধানের দ্বিভাষিক সংস্করণটি মণিপুর রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস এবং পাবলিক লাইব্রেরিতে রাখার ব্যবস্থা করা হয়েছে।[২২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Government of India formally notifies November 26 as Constitution Day"onelawstreet.com। ২০ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৫ 
  2. "Govt. to observe November 26 as Constitution Day"The Hindu। ১১ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৫ 
  3. PTI (৩০ মে ২০১৫)। "Modi government to observe BR Ambedkar's 125th birth anniversary in a big way"The Economic Times। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৫ 
  4. "Government to observe BR Ambedkar's 125th birth anniversary in a big way"। IBNLive। ৩০ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৫ 
  5. "Government to observe Ambedkar's 125th birth anniversary in a big way"The Indian Express। ৩০ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৫ 
  6. Shishir Sinha (৩০ মে ২০১৫)। "PM to head panel on Ambedkar's 125th birth anniversary celebrations"Thehindubusinessline.com। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৫ 
  7. "Nov 26 to be observed as 'Samvidhan Divas': Modi"Business Standard News। Press Trust of India। ১১ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৫ 
  8. "Govt. to observe November 26 as Constitution Day"The Hindu। ১১ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৫ 
  9. "PM Narendra Modi Lays Foundation Stone of Ambedkar Memorial in Mumbai"। Ndtv.com। ১১ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৫ 
  10. "PM Narendra Modi to lay foundation stone of Ambedkar memorial today"The Indian Express। ১১ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৫ 
  11. "26th November to be observed as 'Constitution Day'"। Pib.nic.in। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৫ 
  12. {{ওয়েব উদ্ধৃতি| শিরোনাম = ভারতীয় সংবিধান দিবস| ইউআরএল =https://www.adda247.com/bn/jobs/indian-constitution-day/ | সংগ্রহের-তারিখ=২০২৩-১২-০৬
  13. "Law Day Speech" (পিডিএফ)। Supreme Court of India। ২৩ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৫ 
  14. "First Arabic translation of Indian constitution launched in Egypt"। Firstpost। ৯ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৫ 
  15. "Mass Run Held on Constitution Day"The New Indian Express। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৫ 
  16. "Tributes paid to Ambedkar on Constitution Day"The Hindu (ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯ 
  17. "Constitution Day 2023: Manipur CM Biren Singh Launches Diglot Edition of Indian Constitution In Regional Language"www.india.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৬ 
  18. "Manipur Chief Minister releases diglot edition of Constitution in Meetei Mayek"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৬ 
  19. Biren Singh Launches Digital Edition Of Constitution In Manipuri Language, সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৬ 
  20. "Manipur CM N Biren Singh Launches Diglot Edition of Constitution in Meitei Mayek Script" (ইংরেজি ভাষায়)। ২০২৩-১১-২৬। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৬ 
  21. "Manipur CM Biren Releases Indian Constitution In Manipuri Language In Imphal" (ইংরেজি ভাষায়)। ২০২৩-১১-২৬। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৬ 
  22. "Constitution Day 2023: Manipur CM Biren Singh Launches Diglot Edition of Indian Constitution In Regional Language"www.india.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৬