শৈলশিরাময় ত্বক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তীর-চিহ্ন দ্বারা লিঙ্গত্বকের এবং শৈলশিরাময় ত্বকের সীমানা নির্দেশ করা হচ্ছে।

শৈলশিরাময় ত্বক (Ridged band) হচ্ছে লিঙ্গত্বকের শেষভাগে একদল স্নায়ুযুক্ত কুঁচকানো চামড়া।  [১]

কাজ[সম্পাদনা]

শৈলশিরাময় ত্বক, পুং-জননেন্দ্রিয়ের আবরক ত্বকসহ একটি বিশেষ গুরুত্বপূর্ণ কামস্থান। [২]

জন টেইলর, কানাডার একজন প্যাথলজিবিদ এবং চিকিৎসা গবেষক, শৈলশিরাময় ত্বক নিয়ে প্রচুর গবেষণা করেছেন। তিনি তার গবেষণায় প্রমাণ করেছেন যে, এই শৈলশিরাময় ত্বক-এর মূল কাজ হচ্ছে যৌন উত্তেজনা বৃদ্ধি করা। তিনি লিখেছেন: "প্রাথমিক গবেষণায় দেখা গেছে যে, শৈলশিরাময় ত্বকের মূল গুরুত্ব হচ্ছে যৌন সঙ্গমে, এবং এর কাজই হচ্ছে যৌন উত্তেজনা সৃষ্টির মাধ্যমে মাংসপেশির সঙ্কোচন-প্রতিবিম্ব সৃষ্টি যার ফলে বীর্যপাত হয়ে থাকে।"


[৩]
খৎনার কারণে এই শৈলশিরাময় ত্বক কেটে বাদ দেয়া হয়। এবং এর ফলে যৌন সুখ অনেকাংশে কমে যায়। 

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে, খৎনা করা পুরুষদের মধ্যে ৭৩% পুরুষই বাড়তি যৌন উত্তেজনা পায় না কারণ খৎনার কারণে শৈলশিরাময় ত্বক অনুপস্থিত থাকে।  [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Sorrells ML, Snyder JL, Reiss MD, et al. Fine-touch pressure thresholds in the adult penis. BJU Int. 2007;99(4):864–869. doi:10.1111/j.1464-410X.2006.06685.x. PMID 17378847.
  2. Winkelmann RK. The erogenous zones: their nerve supply and significance. Mayo Clin Proc. 1959 [archived ২২ ডিসেম্বর ২০১৭; cited ২০ মার্চ ২০১৮];34(2):39–47. PMID 13645790.
  3. Taylor, JR. Fine-touch pressure thresholds in the adult penis (letter). BJU Int. July 2007;100(1):218. doi:10.1111/j.1464-410X.2007.07026_4.x. PMID 17552969.
  4. Podnar S. Clinical elicitation of the penilo-cavernosus reflex in circumcised men. BJU Int. 2012 [archived ২৮ জুলাই ২০১২; cited ২০ মার্চ ২০১৮];209:582-5. doi:10.1111/j.1464-410X.2011.10364.x. PMID 21883821.