শুভাশুভ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শুভাশুভ হলো এক প্রকার শব্দখেলা বা ওয়ার্ডগেম। এটি সৌভাগ্যক্রমে-দুর্ভাগ্যক্রমে বা হিতাহিত খেলা নামেও পরিচিত। জনপ্রিয় শব্দবাজি সুসংবাদ-দুঃসংবাদ মূলত শুভাশুভেরই আরেক রূপ।

ইংরেজিতে একে বলা হয় Fortunately, Unfortunately। ১৯৮০ এর দশকের শেষের দিকে জাতীয় পাজলার্স লিগের সম্মেলনে প্রথম এটি খেলা হয়। এ খেলার উদ্ভাবন এবং প্রবর্তন করেছিলেন এক সময়ের এনপিএল সভাপতি ডেভিড স্কট মারলে

নিয়মকানুন[সম্পাদনা]

শুভাশুভ শব্দ খেলায় কয়েকটি মৌলিক নীতি অনুসরণ করা হয়।[১]

  • একজন ব্যক্তি একটি বাক্য দিয়ে শুরু করবে (যেমন- একদিন ছোট্ট সোহান স্থানীয় একটি জুতার দোকানে গিয়েছিল)
  • পরবর্তী ব্যক্তি এ বাক্যকে লক্ষ্য রেখে কোনো দুর্ভাগ্যজনক কিছু বলবে। (যেমন- দুর্ভাগ্যবশতঃ, তারপর সে একটি গাড়ির সাথে ধাক্কা খেলো)
  • পরবর্তী ব্যক্তি আরেকটি ইতিবাচক বাক্য বলবে। (যেমন- সৌভাগ্যক্রমে গাড়িটি ছিল একটি প্লাস্টিক খেলনা গাড়ি)
  • এবার পরবর্তী ব্যক্তি আরেকটি নেতিবাচক বাক্য বলবে। (যেমন- দুর্ভাগ্যক্রমে, প্লাস্টিকে সোহানের অ্যালার্জি ছিলো)
  • এবার অন্য ব্যক্তি বলবে। (যেমন- সৌভাগ্যক্রমে, উলের পোশাক পড়ায় তার শরীরে প্লাস্টিকের ছোঁয়া লাগেনি)

এভাবে কোথাও গিয়ে শেষ হবে যদিও সেটা কখন শেষ হবে তার কোন নির্দিষ্টতা নেই।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Waterford, Charles। "Fortunately, Unfortunately"Purple Rose Puzzles