শুদ-বু-নাম-ম্খা'-সেং-গে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শুদ-বু-নাম-ম্খা'-সেং-গে

শুদ-বু-নাম-ম্খা'-সেং-গে (ওয়াইলি: shud bu nam mkha' seng ge) দ্বাদশ শতাব্দীর একজন বিখ্যাত তিব্বতী পণ্ডিত ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

শুদ-বু-নাম-ম্খা'-সেং-গে তেরো বছর বয়সে স্বাল-তি-জো-স্রাস (ওয়াইলি: sbal ti jo sras) নামক তিব্বতী বৌদ্ধধর্মের ব্কা'-গ্দাম্স ধর্মসম্প্রদায়ের পণ্ডিতের নিকট দীক্ষা গ্রহণ ও বিনয় সম্বন্ধে অধ্যয়ন করেন। এরপর তিনি 'দুল-'দ্জিন-থাগ-মা-পা-কা-বা-দার-সেং নামক পণ্ডিতের নিকট লাম-রিম ও অচল সাধনা সম্বন্ধে শিক্ষালাভ করেন। বহু বছর সাধনার পর তিনি ল্হো-ব্রাগ অঞ্চলের বিভিন্ন স্থানে শিক্ষাদান করেন এবং ল্হো-ব্রাগ-স্গ্রো-বা (ওয়াইলি: lho brag sgro ba) বৌদ্ধবিহারের প্রধান নির্বাচিত হওয়ায় ল্হো-ব্রাগ-ম্খান-ছেন-নাম-ম্খা'-সেং-গে (ওয়াইলি: lho brag mkhan chen nam mkha' seng ge) নামে পরিচিত হন। তার প্রধান শিষ্য ছিলেন ল্হো-ব্রাগ-নাম-ম্খা'-র্গ্যাল-পো (ওয়াইলি: lho brag nam mkha' rgyal po)[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gardner, Alexander (সেপ্টেম্বর ২০১০)। "Shupu Namkha Sengge"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters