শহীদ হাফিজ করদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শহীদ হাফিজ করদার
১৬তম পাকিস্তানের স্টেট ব্যাঙ্কের গভর্নর
কাজের মেয়াদ
৮ সেপ্টেম্বর ২০১০ – ১৬ জুলাই ২০১১
পূর্বসূরীসেলিম রাজা
উত্তরসূরীইয়াসিন আনোয়ার
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৫২[১]
পেশাব্যাংকার

শহীদ হাফিজ করদার একজন পাকিস্তানি অর্থনীতিবিদ এবং প্রাক্তন প্রাদেশিক অর্থমন্ত্রী। তিনি সেপ্টেম্বর ২০১০ থেকে জুলাই ২০১১ পর্যন্ত পাকিস্তানের স্টেট ব্যাঙ্কের ১৬তম গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। [২]

তিনি পাঞ্জাবে নভেম্বর ১৯৯৯ থেকে জানুয়ারি ২০০১ থেকে অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন, এক্সাইজ ও করব্যবস্থা অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও খনিজ পদার্থ উন্নয়ন মন্ত্রী ছিলেন [৩]

তিনি বর্তমানে লাহোরের বেকনহাউস জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। [৪][৫]

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

কারদার পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেট অধিনায়ক আবদুল হাফিজ করদার পুত্র এবং লাহোরের আড়েন পরিবারের সদস্য। [৬] তিনি ইংল্যান্ড থেকে অ্যাকাউন্টিংয়ের যোগ্যতা অর্জন করেছেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছিলেন। [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]