শরাইঘাট রণ স্মৃতি উদ্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উদ্যাটির প্রবেশদ্বার
পাথরের ফলিত শরাইঘাটর রণের দৃশ্য

শরাইঘাট রণ স্মৃতি উদ্যান উত্তর গুয়াহাটির আগিয়াঠুরিতে আছে। উদ্যানটি ব্রহ্মপুত্র-এর উত্তরপারে আছে[১][২]। এই উদ্যানটি গুয়াহাটি মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা। এই উদ্যানটি শরাইঘাটের যুদ্ধ-এর স্মৃতিতে তৈরি করা যে যুদ্ধ আহোম এবং মোগলদের মধ্যে ১৬৭১ সালে হয়েছিল। উদ্যানটির মধ্যে চারিজন যোদ্ধার ব্রোঞ্জের মূর্তি আছে। পাথরের একটি ফলকে যুদ্ধের অল্প বিবরণও আছে। এগুলি শিল্পী বীরেন্দ্র সিন্‌হা এবং শান্তি নিকেতন-এর নিপুণ শিল্পীদের তৈরি।[১][২].

উদ্যানে আহোম যোদ্ধার যুদ্ধর ভঙ্গীমার মূর্তি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Saraighat War Memorial Park, Agyathuri"GMDA। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৯ 
  2. "telegraphindia"