লোকসভার বিরোধী দলনেতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(লোকসভায় বিরোধী দলনেতা থেকে পুনর্নির্দেশিত)
বিরোধী দলনেতা
লোকসভা
Lok Sabhā ke Vipakṣa ke Netā
ভারতের জাতীয় প্রতীক
দায়িত্ব
খালি
কোনো বিরোধী দলের ১০% আসন নেই

২৬ মে ২০১৪ থেকে
সম্বোধনরীতিমাননীয়
ধরনবিরোধীদলীয় নেতা
অবস্থাবিরোধী দলের প্রধান
বাসভবননতুন দিল্লি
নিয়োগকর্তালোকসভার সবচেয়ে বড় রাজনৈতিক দলের সংসদীয় চেয়ারপার্সন যা সরকারে নেই
(যদি বলা হয় যে রাজনৈতিক দলের লোকসভায় কমপক্ষে ১০% আসন রয়েছে)
মেয়াদকালপাঁচ বছর
সর্বপ্রথমরাম সুভাগ সিং (১৯৬৯–১৯৭০)
বেতন ৩,৩০,০০০ (US$ ৪,০৩৩.৬৯)
(ভাতা বাদে) প্রতিমাসে
ওয়েবসাইটloksabha.nic.in

লোকসভার বিরোধী দলনেতা (IAST: Lok Sabhā ke Vipakṣa ke Netā) হলেন লোকসভার একজন নির্বাচিত সদস্য যিনি ভারতীয় সংসদের নিম্নকক্ষে আনুষ্ঠানিক বিরোধী দলের নেতৃত্ব দেন। বিরোধী দলনেতা হলেন লোকসভার বৃহত্তম রাজনৈতিক দলের সংসদীয় চেয়ারপার্সন যেটি সরকারে নেই (যদি বলা হয় যে রাজনৈতিক দলের লোকসভায় কমপক্ষে ১০% আসন রয়েছে)। ২৬ মে ২০১৪ থেকে পদটি শূন্য, কারণ কোনো বিরোধী দলের ১০% আসন নেই।

ইতিহাস[সম্পাদনা]

১৯৬৯ সাল পর্যন্ত লোকসভায় কোনো আনুষ্ঠানিক স্বীকৃত, মর্যাদা বা সুযোগ-সুবিধা ছাড়াই কার্যত বিরোধী নেতা ছিলেন। পরবর্তীতে বিরোধীদলীয় নেতাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয় এবং ১৯৭৭ সালের আইনের মাধ্যমে তাদের বেতন-ভাতা বাড়ানো হয়। তারপর থেকে লোকসভায় নেতাকে তিনটি শর্ত পূরণ করতে হয়, যথা,

  1. তাকে সংসদের সদস্য হতে হবে
  2. সরকারের বিরোধী দলটির সংখ্যাগত শক্তি সবচেয়ে বেশি এবং
  3. লোকসভার স্পিকার দ্বারা স্বীকৃত হতে হবে

১৯৬৯ সালের ডিসেম্বরে, কংগ্রেস পার্টি (ও) সংসদে প্রধান বিরোধী দল হিসাবে স্বীকৃত হয় যখন এর নেতা, রাম সুভাগ সিং বিরোধী নেতার ভূমিকা পালন করেন।

লোকসভায় বিরোধী দলনেতা[সম্পাদনা]

লোকসভা ১৯৬৯ সাল পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিরোধী দলনেতা কে স্বীকৃতি দেয়নি। পদটি ১৯৮০ থেকে ১৯৮৯ সালের মধ্যে এবং বর্তমানে ২০১৪ সাল থেকে শূন্য আছে।[১]

নং প্রতিকৃতি নাম নির্বাচনী এলাকা মেয়াদ লোকসভা প্রধানমন্ত্রী দল
রাম সুভাগ সিং বক্সার ১৭ ডিসেম্বর ১৯৬৯ ২৭ ডিসেম্বর ১৯৭০ ১ বছর, ১০ দিন চতুর্থ লোকসভা ইন্দিরা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেস (সংগঠন)
-  – খালি ২৭ ডিসেম্বর ১৯৭০ ৩০ জুন ১৯৭৭ পঞ্চম লোকসভা আনুষ্ঠানিক বিরোধী দল নেই
যশবন্তরাও চবন সাতারা ১ জুলাই ১৯৭৭ ১১ এপ্রিল ১৯৭৮ ২৮৪ দিন ষষ্ঠ লোকসভা মোরারজী দেসাই ভারতীয় জাতীয় কংগ্রেস
সি. এম. স্টিফেন ইদুক্কি ১২ এপ্রিল ১৯৭৮ ৯ জুলাই ১৯৭৯ ১ বছর, ৮৮ দিন
(২) যশবন্তরাও চবন সাতারা ১০ জুলাই ১৯৭৯ ২৮ জুলাই ১৯৭৯ ১৮ দিন
জগজীবন রাম সাসারাম ২৯ জুলাই ১৯৭৯ ২২ আগস্ট ১৯৭৯ ২৪ দিন চরণ সিং জনতা পার্টি
-  – খালি ২২ আগস্ট ১৯৭৯ ৩১ ডিসেম্বর ১৯৮৪ সপ্তম লোকসভা ইন্দিরা গান্ধী আনুষ্ঠানিক বিরোধী দল নেই[২]
 – ৩১ ডিসেম্বর ১৯৮৪ ১৮ ডিসেম্বর ১৯৮৯ অষ্টম লোকসভা রাজীব গান্ধী
রাজীব গান্ধী আমেঠি ১৮ ডিসেম্বর ১৯৮৯ ২৩ ডিসেম্বর ১৯৯০ ১ বছর, ৫ দিন নবম লোকসভা ভি. পি. সিং ভারতীয় জাতীয় কংগ্রেস
লালকৃষ্ণ আদভানি নয়া দিল্লি ২৪ ডিসেম্বর ১৯৯০ ১৩ মার্চ ১৯৯১ ২ বছর, ২১৪ দিন চন্দ্র শেখর ভারতীয় জনতা পার্টি
গান্ধীনগর ২১ জুন ১৯৯১ ২৬ জুলাই ১৯৯৩ দশম লোকসভা পি. ভি. নরসিমা রাও
অটল বিহারী বাজপেয়ী লখনউ ২১ জুলাই ১৯৯৩ ১০ মে ১৯৯৬ ২ বছর, ২৮৯ দিন
পি. ভি. নরসিমা রাও ব্রহ্মপুর ১৬ মে ১৯৯৬ ৩১ মে ১৯৯৬ ১৫ দিন একাদশ লোকসভা অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জাতীয় কংগ্রেস
(৭) অটল বিহারী বাজপেয়ী লখনউ ১ জুন ১৯৯৬ ৪ ডিসেম্বর ১৯৯৭ ১ বছর, ১৮৬ দিন এইচ. ডি. দেবেগৌড়া

আই কে গুজরাল
ভারতীয় জনতা পার্টি
শরদ পাওয়ার বারামতি ১৯ মার্চ ১৯৯৮ ২৬ এপ্রিল ১৯৯৯ ১ বছর, ৩৮ দিন দ্বাদশ লোকসভা অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জাতীয় কংগ্রেস
১০ সোনিয়া গান্ধী আমেঠি ৩১ অক্টোবর ১৯৯৯ ৬ ফেব্রুয়ারি ২০০৪ ৪ বছর, ৯৮ দিন ত্রয়োদশ লোকসভা
(৬) লালকৃষ্ণ আদভানি গান্ধীনগর ২১ মে ২০০৪ ১৮ মে ২০০৯ ৪ বছর, ৩৬২ দিন চতুর্দশ লোকসভা মনমোহন সিং ভারতীয় জনতা পার্টি
১১ সুষমা স্বরাজ বিদিশা ২১ ডিসেম্বর ২০০৯ ১৯ মে ২০১৪ ৪ বছর, ১৪৯ দিন পঞ্চদশ লোকসভা
-  – খালি ২০ মে ২০১৪ ২৯ মে ২০১৯ ষোড়শ লোকসভা নরেন্দ্র মোদী আনুষ্ঠানিক বিরোধী দল নেই[১][৩]
 – খালি ৩০ মে ২০১৯ বর্তমান সপ্তদশ লোকসভা

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Archived copy"। ২১ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৩ 
  2. "No leader of oppn? There wasn't any in Nehru, Indira, Rajiv days"Rediff (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২০ 
  3. "Narendra Modi government will not have Leader of Opposition in Lok Sabha again"India Today (ইংরেজি ভাষায়)। 

আরো পড়ুন[সম্পাদনা]