লেবুমামা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লেবুমামা হল মোহাম্মদ নাসির আলী রচিত একটি জনপ্রিয় চরিত্র। লেবুমামার সপ্তকান্ড বইয়ে লেবুমামাকে একজন আমুদে ও মজার মানুষ হিসেবে দেখা যায়। ১৯৬৮ সালে লেবুমামার সপ্তকান্ড বইয়ে লেবুমামার পরিচয় পাওয়া যায়।[১]

লেবুমামার গল্প[সম্পাদনা]

১৯৬৮ সালে রচিত লেবুমামার সপ্তকান্ডে বইয়ে সাতটি গল্প রয়েছে। এগুলো যথাক্রমে-

  1. বাজিমাৎ
  2. কুকুর ছানার কারবার
  3. মামা-ভাগ্নে
  4. উশুলের দন্ড
  5. থার্ড মাস্টার
  6. দীক্ষা
  7. লেবু খবর পড়ছি[২]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

বইটি ১৯৬৮ সালে সেরা শিশু সাহিত্য হিসেবে ইউনাইটেড ব্যাংক পুরস্কার লাভ করে।[৩]

প্রাপ্তিস্থান[সম্পাদনা]

বইটি নওরোজ সাহিত্য সম্ভার প্রকাশনা সংস্থায় পাওয়া যাবে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৬ 
  2. মোহাম্মদ নাসির আলী রচিত; লেবুমামার সপ্তকান্ড; পৃষ্ঠা-০৬
  3. মোহাম্মদ নাসির আলী রচিত; লেবুমামার সপ্তকান্ড; পৃষ্ঠা-০৩