লুসি ফ্রেজার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাপ্তরিক প্রতিকৃতি, ২০২০

লুসি ক্লেয়ার ফ্রেজার KC (জন্ম ১৭ মে ১৯৭২) একজন ব্রিটিশ রাজনীতিবিদ এবং ব্যারিস্টার যিনি ফেব্রুয়ারি ২০২৩ সাল থেকে সংস্কৃতি, মিডিয়া এবং ক্রীড়া বিষয়ক সেক্রেটারি অফ স্টেট হিসেবে দায়িত্ব পালন করছেন।[১] কনজারভেটিভ পার্টির সদস্য, তিনি ২০১৫ সাল থেকে সাউথ ইস্ট কেমব্রিজশায়ারের সংসদ সদস্য (এমপি)।

ফ্রেজার এর আগে ইংল্যান্ড ও ওয়েলসের সলিসিটর জেনারেল, কারাগার ও প্রবেশন প্রতিমন্ত্রী, পরিবহন প্রতিমন্ত্রী এবং আবাসন ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংসদে নির্বাচিত হওয়ার আগে, তিনি ব্যারিস্টার হিসাবে অনুশীলন করেছিলেন, ২০১৩ সালে কুইন্স কাউন্সেল হয়েছিলেন।

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

ইয়র্কশায়ারে ১৭ মে ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন, [২] ফ্রেজার ইহুদি অভিবাসীদের বংশধর। তার দাদা ডঃ হাইম্যান ফ্রেজার ছিলেন লিসেস্টারের গেটওয়ে গ্রামার স্কুলের প্রধান শিক্ষক।[৩][৪]

ফ্রেজার কেমব্রিজের নিউনহ্যাম কলেজে আইন অধ্যয়নের আগে গেটওয়ে স্কুল ফর গার্লস [৫] এবং লিডস গার্লস হাই স্কুলে [৬] শিক্ষিত হন, যেখানে তিনি কেমব্রিজ ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Minister of State (Housing and Planning) - GOV.UK"www.gov.uk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৯ 
  2. "Biography for Lucy Frazer"MyParliament। ৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  3. Staff writer (ফেব্রুয়ারি ১৯৬৫)। "Home news: New Year Honours" (পিডিএফ)। Association of Jewish Refugees in Britain: 5। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৫ 
  4. Gillard, Derek। "Crowther Report (1959) Volume I"educationengland.org.uk। ১৬ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৬ 
  5. www.gatewaysschool.co.uk
  6. "Lucy Frazer QC"The Legal 500। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৫ 
  7. Jamieson, Sophie (২৯ এপ্রিল ২০১৫)। "Election 2015: Meet the future female front bench stars of the 2015 Parliament"The Telegraph। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭