বিষয়বস্তুতে চলুন

লুক গ্রাহাম (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাপ্তরিক প্রতিকৃতি, ২০১৭

লুক প্যাট্রিক গ্রাহাম (জন্ম জুন ১৯৮৫) হলেন একজন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ যিনি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওচিল এবং দক্ষিণ পার্থশায়ারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১] সেপ্টেম্বর ২০১৮ থেকে, গ্রাহাম মন্ত্রিপরিষদ অফিসে সংসদীয় প্রাইভেট সেক্রেটারি (পিপিএস) এর ভূমিকায় কাজ করেছেন।[২] পরে তাকে আবাসন, সম্প্রদায় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পিপিএস করা হয়। তিনি দ্বিতীয় মে মন্ত্রণালয়ের শেষ অবধি একই সাথে উভয় পদে অধিষ্ঠিত ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]