লীলা সুমন্ত মূলগাওকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লীলা সুমন্ত মূলগাওকার
জন্ম(১৯১৬-১০-১০)১০ অক্টোবর ১৯১৬
মৃত্যু২০ মে ১৯৯২(1992-05-20) (বয়স ৭৫)
জাতীয়তাভারতীয়
পরিচিতির কারণসমাজসেবা
দাম্পত্য সঙ্গীসুমন্ত মূলগাওকার
পুরস্কারপদ্মশ্রী (১৯৬৩)

লীলা সুমন্ত মুলগাওকার (১০ অক্টোবর ১৯১৬ - ২০ মে ১৯৯২) ছিলেন একজন ভারতীয় সমাজকর্মী। মূলত ভারতে স্বেচ্ছাসেবক রক্ত ​​সঞ্চালন পরিষেবার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। [১] তার স্বামী সুমন্ত মূলগাওকার ছিলেন টাটা মোটরসের চেয়ারম্যান এবং টাটা স্টিলের ভাইস-চেয়ারম্যানও ছিলেন । [২]

তিনি মুম্বাইয়ের সেন্ট জর্জ হাসপাতালে রেডিওগ্রাফার হিসেবে তার কর্মজীবন শুরু করেন ।[১] ১৯৬৫ খ্রিস্টাব্দে  তিনি টাটা গোষ্ঠীর কর্মচারীদের পরিবারের মহিলাদের কল্যাণ ও কর্মসংস্থানের জন্য টাটা মোটরস গ্রাহিনি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সংক্ষেপে  - 'টিএমজিএসডব্লিউএস' শুরু করেন। [৩]

১৯৬৩ খ্রিস্টাব্দে ভারত সরকার সমাজসেবায় অবদানের জন্য তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করে । [৪] তিনি ১৯৭৫-৭৬ খ্রিস্টাব্দে বোম্বের শেরিফ ছিলেন। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Leela Moolgaokar (1916-1992)"Tata Central Archives। ২০১৫-০১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-০৪ 
  2. Tata Central Archives। "Leela Moolgaokar"। ২০০৮-০৭-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৪ 
  3. Citizens at Work Vol.3। TERI Press। ২০০৭। পৃষ্ঠা 117–। আইএসবিএন 978-81-7993-116-5 
  4. "Padma Awards Directory (1954–2013)" (পিডিএফ)Ministry of Home Affairs। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৪