লিয়োনার্দো বালের্দী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিয়োনার্দো বালের্দী
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লিয়োনার্দো বালের্দী রোসা
জন্ম (1999-01-26) ২৬ জানুয়ারি ১৯৯৯ (বয়স ২৫)
জন্ম স্থান ভিলা মার্সেডেস, আর্জেন্টিনা
মাঠে অবস্থান ডিফেন্ডার
ক্লাবের তথ্য
বর্তমান দল
বরুসিয়া ডর্টমুন্ড
জার্সি নম্বর ১৮
যুব পর্যায়
বোকা জুনিওরর্স
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৮–২০১৯ বোকা জুনিওরর্স (০)
২০১৯– বরুসিয়া ডর্টমুন্ড (০)
জাতীয় দল
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

লিয়োনার্দো বালের্দী রোসা (জন্ম ২৬শে জানুয়ারী ১৯৯৯) হলেন একজন আর্জেনটাইন পেশাদার ফুটবলার যিনি জনপ্রিয় জার্মান ফুটবল ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড-এর হয়ে খেলে থাকেন।[১]

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

বালের্দী, ২০১৮ সালের ২৭শে আগস্টে, বোকা জুনিয়র্সের হয়ে আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল লিগ আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন-এ আরেক আর্জেন্টিনীয় ফুটবল ক্লাব ক্লাব আল্টেন্টিকো হুরাকাহান-এর বিপক্ষে হওয়া ম্যাচে প্রথম একাদশে মাঠে নামেন।[২] যদিও তিনি বোকা জুনিওর্সের হয়ে মাত্র ৫ বার মাঠে নেমেছিলেন, (সব মিলিয়ে সর্বমোট ৪৫০ মিনিট মাঠে ছিলেন[৩]), বালের্দীর আচমকা কৃতি দেখে আর্জেন্টিনীয় ফুটবল ভক্ত এবং ফুটবল কর্তাদের মধ্যে খুব কম সময়ে খ্যাতি অর্জন করে নেন এবং তাকে আর্জেন্টিনার সেরা ডিফেন্ডার হিসাবে সম্বোধন করা হয়।

২০১৯ সালে বালের্দী, জনপ্রিয় জার্মান ফুটবল ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড-এর সাথে সাড়ে চার বছরের চুক্তি করতে রাজি হয়।[৪] কয়েকটি আর্জেন্টিনীয় সংবাদ মাধ্যমের মতে, ডর্টমুন্ড এই মেধাবী সেন্ট্রাল ডিফেন্ডারের জন্য ১৫ মিলিয়ন ইউরো (€) খরচ করতে সম্মত হয়েছে। তবে অতিরিক্ত ২ মিলিয়ন ইউরোও অন্য খরচ বাবদ ব্যয় করা হয়ে থাকতেথাকতে পারে।[৫][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Argentina - L. Balerdi - Profile with news, career statistics and history"Soccerway। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "Huracán vs. Boca Juniors"Soccerway। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৮ 
  3. Horn, Gregory। "Leonardo Balerdi to Borussia Dortmund Finalized"Fear the Wall। Vox Media Inc.। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৯ 
  4. Bahl, Tushar। "Borussia Dortmund sign highly rated centre back Leonardo Balerdi"Fansided। ১৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৯ 
  5. Smith, Jamie। "Balerdi on verge of Dortmund switch, admits Boca president"Goal। Goal.com। ১৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৯ 
  6. Ambrose, Lewis। "Borussia Dortmund confirm signing of Leonardo Balerdi"Onefootball [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]