রিগ-'দ্জিন-ব্জাং-পো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রিগ-'দ্জিন-ব্জাং-পো (ওয়াইলি: rig 'dzin bzang po) তিব্বতের র্দ্জোগ্স-ছেন বৌদ্ধবিহার নামক র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের অন্যতম প্রধান বৌদ্ধবিহারের শ্রী সিংহ মহাবিদ্যালয়ের তৃতীয় প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

রিগ-'দ্জিন-ব্জাং-পো ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে তিব্বতের খাম্স অঞ্চলের য়ার-থাং (ওয়াইলি: yar thang) নামক শহরে জন্মগ্রহণ করেন। কম বয়সে তিনি ছাগ্স-রি-ন্যি-গ্রাগ্স-'ওদ-গ্সাল-স্গ্রুব-স্দে (ওয়াইলি: chags ri nyi grags 'od gsal sgrub sde) বৌদ্ধবিহারে দীক্ষালাভ করেন। পরবর্তীকালে তিনি র্দ্জোগ্স-ছেন বৌদ্ধবিহার নামক র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের অন্যতম প্রধান বৌদ্ধবিহারের শ্রী সিংহ মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন এবং র্গ্যাল-স্রাস-গ্ঝান-ফান-ম্থা'-য়াস-'ওদ-জের (ওয়াইলি: rgyal sras gzhan phan mtha' yas 'od zer) নামক এই মহাবিদ্যালয়ের দ্বিতীয় প্রধানের নিকট ভিক্ষুর শপথ গ্রহণ করেন। সেং-ফ্রুগ-পে-মা-ব্ক্রা-শিস (ওয়াইলি: seng phrug pe ma bkra shis), 'জিগ্স-মেদ-র্গ্যাল-বা'ই-ম্যু-গু (ওয়াইলি: 'jigs med rgyal ba'i myu gu) এবং মি-'গ্যুর-নাম-ম্খা'ই-র্দো-র্জে (ওয়াইলি: mi 'gyur nam mkha'i rdo rje) নামক বিখ্যাত লামারা তাঁর শিক্ষক ছিলেন। পঞ্চাশ বছর বয়স হলে তিনি শ্রী সিংহ মহাবিদ্যালয়ের তৃতীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (জুলাই ২০১২)। "Rigdzin Zangpo"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-৩১ 
পূর্বসূরী
র্গ্যাল-স্রাস-গ্ঝান-ফান-ম্থা'-য়াস-'ওদ-জের
রিগ-'দ্জিন-ব্জাং-পো
শ্রী সিংহ মহাবিদ্যালয়ের তৃতীয় প্রধান
উত্তরসূরী
পে-মা-শেস-ব্যা