রাধা বালাকৃষ্ণান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাধা বালাকৃষ্ণান
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনদিল্লী বিশ্ববিদ্যালয়
ব্রানডেইস বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণঅরৈখিক বলবিজ্ঞান,
অবকলন জ্যামিতি
দাম্পত্য সঙ্গীভি. বালাকৃষ্ণন
সন্তানহরি বালাকৃষ্ণন (পুত্র)
হামসা বালাকৃষ্ণন(কন্য)
পুরস্কারতামিলনাড়ু বিজ্ঞানী পুরস্কার(১৯৯৯)
প্রফেসর দর্শন রংগনাথন স্মারক বক্তৃতা পুরস্কার (২০০৫)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থ বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহতাত্ত্বিক পদার্থ বিজ্ঞানের বিভাগ, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়
গাণিতিক বিজ্ঞানের প্রতিষ্ঠান, চেন্নাই

রাধা বালাকৃষ্ণান হচ্ছেন একজন ভারতীয় পদার্থ বিজ্ঞানী। তিনি চেন্নাইস্থিত গাণিতিক বিজ্ঞানের প্রতিষ্ঠানে কাজ করেছিলেন। তাঁর গবেষণাক্ষেত্রটি অরৈখিক বলবিদ্যা এবং পদার্থ বিজ্ঞানে প্রয়োগের সঙ্গে জড়িত।[১][২][৩][৪] অরৈখিক বলবিদ্যা(Nonlinear Dynamics)র ক্ষেত্রটিতে তিনি একজন অগ্রগণ্য বিজ্ঞানী। [৫] পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রতে অগ্রণী অবদানের জন্য রাধা বালাকৃষ্ণন তামিলনাড়ু বিজ্ঞান পুরস্কার, প্রফেসর দর্শন রংগনাথন স্মারক বক্তৃতা পুরস্কার লাভ করেন। [৫]

শিক্ষা[সম্পাদনা]

বালাকৃষ্ণন দিল্লী বিশ্ববিদ্যালয়-এ থেকে পদার্থবিজ্ঞানের অনার্সসহ উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তী কালে তিনি ১৯৬৫ সালে বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন৷ ব্রানডেইদ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রী লাভ করেছিলেন। তাঁর গবেষণাপত্রটি বলান্টাম স্ফটিকের নিরীক্ষণ এবং পর্যালোচনার সঙ্গে জড়িত এক প্রারম্ভিক সময়ের অধ্যয়ন। তিনি কঠিন হিলিয়ামের উপর হিলিয়ামেঅশুদ্ধতা ফেলা প্রভাব এবং সেই ক্ষেত্রে বলান্টাম স্ফটিকের প্রভাব এবং ভূমিকার বিষয়ে আলোকপাত করেছিলেন৷ [৫]

কর্মজীবন[সম্পাদনা]

১৯৮০র দশকে, বালাকৃষ্ণন ভারতে আসেন। তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের বিভাগে কর্মরত হন। সেই প্রতিষ্ঠানে তিনি গবেষণা সহযোগী হিসেবে কার্যনির্বাহ করেন। ১৯৮৭ সালে তিনি চেন্নাইয়ের গাণিতিক বিজ্ঞান প্রতিষ্ঠানে যোগদান করেন। ২০০৪ সালে তিনি কর্মজীবন থেকে অবসর নেন। তারপর থেকে তিনি একজন এমিরেটাস বিজ্ঞানী হিসেবে বৈজ্ঞানিক এবং ঔদ্যোগিক গবেষণায়,(C.S.I.R.)তে নিজের গবেষণা-কার্য চালিয়ে যান। [৫] তাঁর গবেষণার বিষয়গুলি হচ্ছে-অরৈখিক গতিবিদ্যা, Solitons এবং পদার্থবিজ্ঞানে প্রয়োগ, ধ্রুপদী অবকলন জ্যামিতির সঙ্গে সম্পর্ক ইত্যাদি।[১]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

রাধা বালাকৃষ্ণন পদার্থবিজ্ঞানী ভি. বালাকৃষ্ণনের সঙ্গে বৈবাহিক জীবন আরম্ভ করেন। তিনি একজন ভারতীয় তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। তাঁদের দুটি সন্তান হরি বালাকৃষ্ণন এবং হামসা বালাকৃষ্ণন প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান এম.আই.টি.র অধ্যাপক।[৬]

পুরস্কার এবং সম্মান[সম্পাদনা]

১৯৯০ সালে থেকেই বালাকৃষ্ণন অরৈখিকতা এবং বক্ররেখা তথা পৃষ্ঠের অবকলন জ্যামিতির মাঝের গভীর সম্পর্কর বিষয়ে গবেষণা করে আসছেন। ১৯৯৯ সালে তিনি "তামিলনাড়ু বিজ্ঞানী পুরস্কার" লাভ করেন। ভৌতিক বিজ্ঞানের ক্ষেত্রটিতে অগ্রণী উল্লেখনীয় অবদানের জন্য তাঁকে এই পুরস্কারটি দেওয়া হয়। ২০০৫ সালে তিনি ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমীর "প্রফেসর দর্শন রংগনাথন স্মারক বক্তৃতা পুরস্কার" লাভ করেন। অরৈখিক বলবিজ্ঞানের ক্ষেত্রটিতে অগ্রণী মৌলিক অরিহণার জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। রাধা বালাকৃষ্ণনকে এই ক্ষেত্রের একজন অগ্রদূত বলে গণ্য করা হয়। [৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Radha Balakrishnan"। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৪ 
  2. "Radha Balakrishnan"। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৪ 
  3. G. Caglioti, A. Ferro Milone (সম্পাদক)। Mechanical and Thermal Behaviour of Metallic Materials Enrico Fermi International School of Physics। Elsevier, 1982। পৃষ্ঠা 324। আইএসবিএন 9780080983837। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৪ 
  4. Selected Topics in Mathematical Physics: Professor R. Vasudevan Memorial Volume। Allied Publishers, 1995। পৃষ্ঠা 287। আইএসবিএন 9788170234883। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৪ 
  5. "Autobiographical article" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৪ 
  6. https://alchetron.com/Radha-Balakrishnan

বহিঃসংযোগ[সম্পাদনা]