রাজা রামমোহন রায় পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজা রামমোহন রায় পুরস্কার
প্রদানের কারণসাংবাদিকতায় উৎকর্ষ
তারিখ২০১৩; ১১ বছর আগে (2013)
অবস্থাননতুন দিল্লি, ভারত
পুরস্কারদাতাপ্রেস কাউন্সিল অব ইন্ডিয়া
পুরস্কার১ লাখ টাকা (ভারতীয়)
প্রথম পুরস্কৃত২০১৩
সর্বশেষ পুরস্কৃত২০২০
অতি সম্প্রতি পুরস্কৃত হয়েছেঅ্যানি ভবানী কোটেশ্বর প্রসাদ
ওয়েবসাইটpresscouncil.nic.in

রাজা রামমোহন রায় পুরস্কার হল প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার। পুরস্কারটি ভারতে সাংবাদিকতায় সবচেয়ে বেশি উৎকর্ষ সাধনকারী ব্যক্তিদের প্রদান করা হয়।[১] এটি ভারতের ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে ১৬ ই নভেম্বর নতুন দিল্লিতে একটি বার্ষিক অনুষ্ঠানে উপস্থাপন করা হয়। এটি ২০১০ সালে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া দ্বারা প্রবর্তিত বিভিন্ন ক্ষেত্রে "সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের জন্য জাতীয় পুরস্কার"-এর মধ্যে একটি এবং ২০১৩ সাল থেকে পুরস্কৃত করা শুরু হয়েছিল।

সর্বপ্রথম ইন্ডিয়া টুডে-র সন্তোষ কুমার ও মালয়ালা মনোরমার সি.কে. শিবানন্দনকে অনুসন্ধানী সাংবাদিকতায় তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাজা রামমোহন রায় পুরস্কার প্রদান করা হয়েছিল।[২][৩] পুরস্কারটি প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া দ্বারা পরিচালিত হয়, এবং এটি ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসাবে বিবেচিত হয় যা একজন সাংবাদিক সাংবাদিকতায় পেতে পারেন। এই পুরস্কার ২০২০ সাল পর্যন্ত মোট ৮ জন ব্যক্তিকে প্রদান করা হয়েছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "National Awards for Excellence in Journalism"www.presscouncil.nic.inPress Council of India। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৩ 
  2. "NAEJ Awardees 2013"www.presscouncil.nic.inPress Council of India। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৩ 
  3. "17 journalists bag Press Council Of India award"www.hindustantimes.com। Hindustan Times। ১৬ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৩