রবার্ট বাউগি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কমলাপুর রেলস্টেশন

রবার্ট বাউগি (জন্ম ১৯৪০) মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় জন্মগ্রহণকারী একজন মার্কিন স্থপতি। তিনি ১৯৫৯ সালে প্র্যাট ইনস্টিটিউট, ব্রুকলিন, নিউ ইয়র্ক থেকে স্থাপত্যে স্নাতক সম্পন্ন করেন এবং ১৯৬৭ সালে এএ স্কুল অফ আর্কিটেকচার, লন্ডন থেকে ট্রপিক্যাল স্টাডিজে ডিপ্লোমা লাভ করেন। তিনি প্রাট ইনস্টিটিউটে স্থাপত্যের প্রাক্তন গবেষণা অধ্যাপক।[১][২]

উল্লেখযোগ্য কর্ম[সম্পাদনা]

পুরস্কার[সম্পাদনা]

  • সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য ইউনেস্কো এশিয়া-প্যাসিফিক পুরস্কার[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Biography"RGB Architects। ২০১৬-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "A&D Awards brings the best of the A&D Trophy Awards and A&D China Awards" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Robert G. Boughey"UNESCO Bangkok। ১৬ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।