রজনী দেবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মিসেস রজনীগন্ধা দেবী ছিলেন রাজা নরেশ চন্দ্র সিংয়ের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য। ১৯৩৭ সালের ৩১ জানুয়ারি সরানগড়ের গিরিবিলাস প্রাসাদে জন্মগ্রহণ করেন, তিনি সেন্ট জোসেফ'স কনভেন্ট নাগপুরে এবং নাগপুর বিশ্ববিদ্যালয়ের লেডি অমৃত বাই কলেজে পড়াশোনা করেন। ১৯৬৭ সালে, তিনি কংগ্রেস পার্টির টিকিটে রায়গড় আসন থেকে চতুর্থ লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৭১ সালে মধ্য-মেয়াদী পোলে সভা বিলুপ্ত হওয়া পর্যন্ত সদস্য ছিলেন। তিনি প্রয়াত কর্নেল (অব) বীরেন্দ্র সিংকে বিয়ে করেছিলেন [১] এবং জবলপুরে থাকতেন।

৩১ আগস্ট ২০১৯-এ তিনি মারা যান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The University of Queensland Homepage"www.uq.edu.au (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-২০