বিষয়বস্তুতে চলুন

মোহাম্মদ মোখবের

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মদ মোখবের
محمد مخبر
২০২৩ সালে মোখবের
ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৯ মে ২০২৪
সর্বোচ্চ নেতাআলী খামেনেয়ী
পূর্বসূরীইব্রাহিম রাইসি
ইরানের উপরাষ্ট্রপতি
কাজের মেয়াদ
৮ আগস্ট ২০২১ – ১৯ মে ২০২৪
রাষ্ট্রপতিইব্রাহিম রাইসি
পূর্বসূরীইসহাক জাহাঙ্গীরি
এক্সপেডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিলের সদস্য
কাজের মেয়াদ
২০ সেপ্টেম্বর ২০২২ – ১৯‌ মে ২০২৪
নিয়োগদাতাআলী খামেনেয়ী
চেয়ারম্যানসাদেক লারিজানি
ইমাম খোমেইনীর আদেশ বাস্তবায়নের প্রধান
কাজের মেয়াদ
১৫ জুলাই ২০০৭ – ৭ ডিসেম্বর ২০২১
নিয়োগদাতাআলী খামেনেয়ী
পূর্বসূরীমোহাম্মদ জাভেদ ইরাভানি
উত্তরসূরীআরেফ নরৌজি (ভারপ্রাপ্ত)
পারভিজ ফাত্তাহ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1955-09-01) ১ সেপ্টেম্বর ১৯৫৫ (বয়স ৬৮)
দেজফুল, খুজেস্তান, ইরান
রাজনৈতিক দলস্বতন্ত্র
পিতাশেখ আব্বাস মোখবের
স্বাক্ষর

মোহাম্মদ মোখবের (জন্ম ১ সেপ্টেম্বর ১৯৫৫)[১] হলেন একজন ইরানি রাজনীতিবিদ। তিনি ২০২৪ সালের ১৯ মে রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যুর পর থেকে ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পদে নিয়োগ হওয়ার আগে তিনি ইরানের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। এছাড়াও তিনি এক্সপিডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিলের সদস্য, ইমাম খোমেইনীর আদেশ বাস্তবায়নের প্রধান, সিনা ব্যাংক বোর্ডের চেয়ারম্যান ও খুজেস্তন প্রদেশের ডেপুটি গভর্নর ছিলেন।

ইরানের প্রথম উপরাষ্ট্রপতি হিসাবে, মোখবের ইরানের সংবিধান অনুসারে রাষ্ট্রপতির মৃত্যুর পরে ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদনক্রমে "রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী" গ্রহণ করেন। একটি অস্থায়ী রাষ্ট্রপতি কাউন্সিল গঠন করা হয় (বিধানসভার স্পিকার, বিচার বিভাগের প্রধান, প্রথম সহ-রাষ্ট্রপতি) এবং কাউন্সিলটি ৫০ দিনের মধ্যে একটি নতুন নির্বাচনের আয়োজন করবে।[২]

প্রাথমিক জীবন ও শিক্ষা[সম্পাদনা]

মোহাম্মদ মোখবের ১৯৫৫ সালের ১ সেপ্টেম্বর[১] ইরানের খুজেস্তান প্রদেশের দেজফুল[৩] শহরে জন্মগ্রহণ করেন।[৪] তিনি তাঁর প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন দেজফুল এবং আহভাজ শহর থেকে। তিনি তড়িৎ কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি, ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং ব্যবস্থাপনা ও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ে ডক্টরেট সম্পন্ন করেছেন। তিনি আন্তর্জাতিক আইনেও পিএইচডি করেছেন।[৫][৬]

কর্মজীবন[সম্পাদনা]

খুজেস্তানে ইরানের সশস্ত্র গোষ্ঠী আইআরজিসি প্রতিষ্ঠার পর, তিনি দেজফুলের স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন এবং ইরাক–ইরান যুদ্ধের বছরগুলোয় তিনি এই পদে বহাল ছিলেন। ১৯৯০ এর দশকে, তিনি তার নিজ শহরে "দেজফুল টেলিকমিউনিকেশন কোম্পানির" প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন, তিনি তখন কিছু সময়ের জন্য খুজেস্তানের ডেপুটি গভর্নরও ছিলেন। ২০০০ সাল থেকে তিনি প্রায় দশ বছর সিনা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। ২০০৭ সালে ইমাম খোমেইনীর আদেশ বাস্তবায়নের প্রধান হওয়ার আগে তিনি মোস্তজাফান ফাউন্ডেশনের একজন সিনিয়র কর্মকর্তা হয়েছিলেন।[৭][৮]

২০২১ সালের ৮ আগস্ট রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি তাকে ইরানের প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করেন।[৩] ২০২২ সালের অক্টোবরে ইউক্রেনে রুশ আক্রমণের সমর্থনে রাশিয়ায় শাহেদ ড্রোন এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পাঠানোর চুক্তি চূড়ান্ত করতে আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন কর্মকর্তাসহ তাকে মস্কোতে পাঠানো হয়েছিলো।[৯]

ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি (২০২৪-বর্তমান)[সম্পাদনা]

২০২৪ সালের ১৯ মে রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যুর পরে তিনি ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন[১০] এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকবে। ২০ মে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ী তাঁর এ পদ নিশ্চিত করেন।[১১] মোখবের ২২ মে তেহরানে রাইসির জানাজায় অংশ নিয়েছিলেন।[১২] সরকারের মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমির মতে, তিনি একটি নির্ধারিত মন্ত্রিসভার বৈঠকের তদারকি করেছিলেন, যেখানে তিনি বৈঠক শেষে বিমান বিধ্বস্তের বিষয়ে ঘোষণা করেছিলেন।[১৩]

রাষ্ট্রপতি হিসাবে, মোখবের ২০২৪ সালের ইরানি আইনসভা নির্বাচনের পরে ডাকা নতুন ইসলামি পরামর্শদায়ক সমাবেশে ২৭ মে প্রথম জনসমক্ষে ভাষণ দিয়েছিলেন, এই সময় তিনি ইব্রাহিম রাইসির রাষ্ট্রপতিত্বের প্রশংসা করেছিলেন।[১৪]

নিষেধাজ্ঞা[সম্পাদনা]

২০১০ সালের জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়ন ইআইকেওর তৎকালীন রাষ্ট্রপতি মোখবেরকে "পারমাণবিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম" ইস্যুতে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞাকারী ব্যক্তি ও সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করেছিলো। ২০১২ সালে তাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিলো।[১৫] ২০২১ সালে, মোখবেরকে "শাসনের বিরোধীদের কাছ থেকে জমি ও সম্পত্তি বাজেয়াপ্ত করে ভিন্নমতাবলম্বীদের অধিকার লঙ্ঘন" এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনে ইকোর ভূমিকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ করা হয়েছিল।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ebrahim Raisi death: Who is Mohammad Mokhber, the man appointed Iran's interim president? The Standard (UK). By Lydia Chantler-Hicks. 20 May 2024. Retrieved 25 May 2024.
  2. "ইসলামী প্রজাতন্ত্রী ইরানের সংবিধান (সম্পূর্ণ পাঠ্য)"shora-gc.ir (ইংরেজি ভাষায়)। গার্ডিয়ান কাউন্সিল। জুন ২, ২০২১। সংগ্রহের তারিখ মে ২০, ২০২৪রাষ্ট্রপতির মৃত্যু, বরখাস্ত, পদত্যাগ, অনুপস্থিতি বা অসুস্থতা দেখা দিলে অথবা যদি তাঁহার কার্যকালের মেয়াদ শেষ হইয়া যায় এবং কতিপয় প্রতিবন্ধকতা বা অনুরূপ অন্য কোন পরিস্থিতির কারণে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হন, তাহা হইলে তাঁহার প্রথম ডেপুটি নেতার অনুমোদনক্রমে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী গ্রহণ করিবেন। ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার, বিচার বিভাগের প্রধান এবং রাষ্ট্রপতির প্রথম ডেপুটি নিয়ে গঠিত কাউন্সিলটি সর্বোচ্চ পঞ্চাশ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করতে বাধ্য ছিল। রাষ্ট্রপতির প্রথম ডেপুটির মৃত্যু হলে, বা অন্যান্য বিষয় যা তাকে তার দায়িত্ব পালনে বাধা দেয়, বা যখন রাষ্ট্রপতির প্রথম ডেপুটি না থাকে, নেতা তার স্থলে অন্য ব্যক্তিকে নিয়োগ করবেন। 
  3. "ড. মোহাম্মদ মোখবেরকে প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিলেন আয়াতুল্লাহ রাইসি" (ইংরেজি ভাষায়)। ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকার। ৮ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৪ 
  4. "Who is Mohammad Mokhber, appointed Iran's acting president after a helicopter crash?"Associated Press। ২১ মে ২০২৪। ২০ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০২৪ 
  5. "জীবনী: মোহাম্মদ মোখবের" (ফার্সি ভাষায়)। স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক। ১৪ আগস্ট ২০২০। ১৬ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০ 
  6. "নির্বাহী সদর দপ্তরের খবর"ictna.ir (ফার্সি ভাষায়)। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংবাদ সংস্থা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০ 
  7. "মোহাম্মদ মোখবের: ইরানের প্রথম উপরাষ্ট্রপতি"পরমাণু শক্তিধর ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ (ইংরেজি ভাষায়)। পরমাণু শক্তিধর ইরানের বিরুদ্ধে মার্কিন জোট। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৪ 
  8. "ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের কে?"আল জাজিরা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২০ 
  9. "রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করতে রাজি ইরান"দ্য গার্ডিয়ান। ১৮ অক্টোবর ২০২২। 
  10. কে এই মোহাম্মদ মোখবের, যিনি ইরানের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? reuters.com সংগ্রহের তারিখ ২০ মে ২০২৪।
  11. "হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থান থেকে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্যদের লাশ উদ্ধার"অ্যাসোসিয়েটেড প্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২০ 
  12. "Iran's supreme leader presides over funeral for president and others killed in helicopter crash"Associated Press। ২২ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২২ মে ২০২৪ 
  13. Fassihi, Farnaz (২০২৪-০৫-২৫)। "Calls, Search Parties, Drones: 17 Hours to Find Iran's President"The New York Times (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৬ 
  14. Karimi, Nasser (২০২৪-০৫-২৭)। "Iran's acting president addresses new parliament after helicopter crash killing president, others"Associated Press (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৭ 
  15. বিশেষ প্রতিবেদন: ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে খামেনির গ্রুপ ফুলেফেঁপে উঠেছে – মোঃ মোখবের reuters.com সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২০