মৃদুলা আহমেদ রেসি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মৃদুলা আহমেদ রেসি
জাতীয়তাবাংলাদেশি
পেশাঅভিনেত্রী, ব্যবসায়ী, উপস্থাপিকা

মৃদুলা আহমেদ রেসি হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী, ব্যবসায়ী ও উপস্থাপিকা।

জীবনী[সম্পাদনা]

রেসি ২০০৩ সালে গোয়ালিনী বিনোদন বিচিত্রা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন।[১] সে বছর জল পড়ে পাতা নড়ে শিরোনামের একটি টিভি নাটকে অভিনয় করেছিলেন তিনি।[২] ২০০৪ সালে নীল আঁচল শিরোনামের একটি চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার।[১]

২০১৮ সালে আমার ছবি আমার গান শিরোনামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন রেসি।[৩][৪] এছাড়া ২০১৮ সালের ৩ জুন তিনি "রেসি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন" এর মাধ্যমে ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন।[৫][৬][৭]

২০১২ সালের ২২শে জুন পান্থ শাহরিয়ারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন রেসি।[১] তাদের দুইটি কন্যাসন্তান আছে।[৮][৯]

নির্বাচিত চলচ্চিত্র তালিকা[সম্পাদনা]

  1. নীল আঁচল (২০০৪)[২]
  2. কপাল (২০০৭)[১০]
  3. এরই নাম ভালোবাসা (২০০৮)
  4. অবুঝ শিশু (২০০৮)
  5. আমার জান আমার প্রাণ (২০০৮)
  6. গুরু ভাই (২০০৯)
  7. রাস্তার ছেলে (২০০৯)
  8. মন দিয়েছি তোমাকে (২০০৯)
  9. সাহেব নামে গোলাম (২০০৯)
  10. কাজের মানুষ (২০০৯)
  11. মায়ের জন্য মরতে পারি (২০১০)
  12. আমার বুকের মধ্যিখানে (২০১০)
  13. ৫ টাকার প্রেম (২০১০)
  14. রিকশাওয়ালার ছেলে (২০১০)
  15. চেহারা: ভন্ড ২ (২০১০)
  16. এক জবান (২০১০)[১০]
  17. মায়ের চোখ (২০১০)
  18. আমার স্বপ্ন আমার সংসার (২০১০)
  19. বাপ বড় না শ্বশুর বড় (২০১০)
  20. গরীবের ভাই (২০১১)
  21. ছোট্ট সংসার (২০১১)
  22. আমার পৃথিবী তুমি (২০১১)
  23. বাজারের কুলি (২০১২)[১১]
  24. আই লাভ ইউ (২০১২)
  25. স্বামী ভাগ্য (২০১২)[১০]
  26. মানিক রতন দুই ভাই (২০১২)
  27. শূন্য (২০১৭)[১২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এবার ভিন্ন পরিচয়ে"মানবজমিন। ২৯ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "দেশের চলচ্চিত্রাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী মৃদুলা আহমেদ রেসি"মাছরাঙ্গা টেলিভিশন। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "প্রথমবার রেসি…"রাইজিংবিডি.কম। ২৮ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  4. "নিজের ছবির গানের উপস্থাপনায়"মানবজমিন। ২৯ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  5. "নতুন যাত্রায় রেসি"একুশে টেলিভিশন। ৪ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  6. "পার্লার ব্যবসা শুরু করলেন নায়িকা রেসি"এনটিভি। ৪ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "এবার ব্যবসায়ী রেসি"যুগান্তর। ৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  8. "মা হলেন চিত্রনায়িকা রেসি"প্রথম আলো। ২৯ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  9. "আবারও কন্যা সন্তানের মা হলেন চিত্রনায়িকা রেসি"এনটিভি। ১০ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "ডিপজলের প্রস্তাবে দ্বিধায় রেসি"রাইজিংবিডি.কম। ৬ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  11. "ডিপজলের সঙ্গে মার্চে ফিরবেন রেসি"জাগোনিউজ২৪.কম। ৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  12. "শূন্য থেকে আবার শুরু"কালের কণ্ঠ। ২৩ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯