মুঝে গালে সে লাগা লো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"মুঝে গালে সে লাগা লো"
আজ অউর কাল: অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক অ্যালবাম থেকে
মোহাম্মদ রফি এবং আশা ভোঁসলে কর্তৃক সঙ্গীত
ভাষাহিন্দি
মুক্তিপ্রাপ্ত৩১ ডিসেম্বর ১৯৬৩ (1963-12-31)
লেবেলসারেগামা
সুরকাররবি
গীতিকারসাহির লুধিয়ানভি

"মুঝে গালে সে লাগা লো" হল সাহির লুধিয়ানভি রচিত একটি গান। এটি ১৯৬৩ সালের আজ অউর কাল চলচ্চিত্রের জন্য রবি কর্তৃক সুর করা হয়েছিল। ১৯৬৩ সালের ৩১ ডিসেম্বর সারেগামা কর্তৃক গানটি মুক্তি পায়।[১] প্রাথমিকভাবে, গানটি মোহাম্মদ রফি এবং আশা ভোঁসলে দ্বারা পরিবেশিত হয়েছিল এবং অন-স্ক্রিন লিসপিং করেছিলেন নন্দা এবং সুনীল দত্ত

জনপ্রিয় সংস্কৃতিতে[সম্পাদনা]

২০০৭ সালে গানটি তানভীর মোকাম্মেল পরিচালিত স্বপ্নভূমি তথ্যচিত্রে ব্যবহৃত হয়। যেখানে সৈয়দ শাবাব আলী আরজুর সুরে গানটি গেয়েছেন কামাল আহমেদ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Aaj Aur Kal (Original Motion Picture Soundtrack)"Amazon UKAmazon। ১২ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]