মিস্টার মাম্মি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিস্টার মাম্মি
মুক্তির পোস্টার
পরিচালকশাদ আলী
প্রযোজকভূষণ কুমার
কৃষাণ কুমার
শিব অনন্ত
শাদ আলী
রচয়িতাঅনন্যা শর্মা
সুরকারস্নেহা খানওয়ালকার
রোচক কোহলি
রায় (স্কোর)
চিত্রগ্রাহকসুনিতা রাদিয়া
সম্পাদকবৈষ্ণবী কৃষ্ণান
প্রযোজনা
কোম্পানি
মুক্তি
  • ১৮ নভেম্বর ২০২২ (2022-11-18)
দেশভারত
ভাষাহিন্দি

মিস্টার মাম্মি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার হাস্যরসাত্নক নাট্য চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন শাদ আলী ও প্রযোজনা করেছে টি-সিরিজ কোম্পানি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজা। ১৮ নভেম্বর ২০২২ সালে ছবিটি মুক্তি পাওয়ার পর নেতিবাচক পর্যালোচনা পেয়েছে।

অভিনয়ে[সম্পাদনা]

উৎপাদন[সম্পাদনা]

২০২২ সালের মার্চ মাসে ছবিটি নির্মাণ শুরু হয়েছিল।[১]

সাউন্ডট্র্যাক[সম্পাদনা]

সকল গানের গীতিকার কুমার।

নং.শিরোনামসুরকারসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."চুপকে চুপকে"রোচক কোহলিরোচক কোহলি, আরমান মালিক, শিল্পা রাও৪:৫৭
২."পাপাজি পেট সে"স্নেহা খানওয়ালকার, স্নেহা খানওয়ালকার২:৫০
৩."মিস্টার মাম্মি (টাইটেল ট্র্যাক)"স্নেহা খানওয়ালকারঅমিত গুপ্ত, হারজত কৌর, স্নেহা খানওয়ালকার২:২৭
৪."রুত মাস্তানি"স্নেহা খানওয়ালকারহারজত কৌর, স্নেহা খানওয়ালকার২:২৩
৫."আংকেল জি"স্নেহা খানওয়ালকারজাকির হোসেন, জাসু খান, স্নেহা খানওয়ালকার৩:১৯
মোট দৈর্ঘ্য:১৫:৫৬

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Riteish Deshmukh-Genelia Deshmukh starrer 'Mister Mummy' goes on floors"The Hindu। ২২ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২২