মায়াভেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মায়াভেদ (সংস্কৃত: मायाभेद:) হল অবিদ্যা (অজ্ঞতা) লঙ্ঘন বা অপসারণ। শব্দটির অর্থ হল মায়ার কারণে সৃষ্ট ভ্রমের বিনাশ, যা সঠিক জ্ঞান, ব্রহ্মের জ্ঞান লাভ/ভোরের সঙ্গে মিলিত হয়। ঋগ্বেদের সূক্ত ১০.১৭৭ তার তিনটি মন্ত্রে মায়াভেদকে সম্বোধন করে তার নিজস্ব রহস্যময় উপায়ে এই উদ্দেশ্যটি পরিবেশন করে। এই স্তোত্রের কেন্দ্রীয় বিষয়বস্তু হল বস্তুগত সৃষ্টির কারণ মায়া বা বিভ্রমের বিচক্ষণতা।[১] মায়াভেদ ঋগ্বৈদিক দেবতাদের মধ্যে অন্যতম।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mahendra Kulsreshta (২০০৬)। The Golden Book of Rig Veda। Lotus Press। পৃষ্ঠা 9। আইএসবিএন 9788183820103 
  2. Shantha N.Nair (২০০৮)। Echoes of Ancient Indian Wisdom। Pustak Mahalpage=95। আইএসবিএন 9788122310207