মানফ্রেড ভুটিশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মানফ্রেড ভুটিশ
ব্যক্তিগত তথ্য
জন্ম (১৯৪১-০১-২৬)২৬ জানুয়ারি ১৯৪১
জন্ম স্থান জার্মানি
মৃত্যু ৩১ জুলাই ২০১৮(2018-07-31) (বয়স ৭৭)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৬২–১৯৬৫ আইন্ট্রাখট ব্রাউনশভাইগ ৫১ (২৬)
১৯৬৫–১৯৬৮ ভিএফএল ভলফসবুর্গ
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

মানফ্রেড ভুটিশ (জার্মান: Manfred Wuttich; ২৬ জানুয়ারি ১৯৪১ – ৩১ জুলাই ২০১৮) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়[১][২] তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আইন্ট্রাখট ব্রাউনশভাইগের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন।

১৯৬২–৬৩ মৌসুমে, আইন্ট্রাখট ব্রাউনশভাইগের হয়ে খেলার মাধ্যমে ভুটিশ তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন। আইন্ট্রাখট ব্রাউনশভাইগের হয়ে ৩ মৌসুমে ২৬টি গোল করার পর, তিনি ভিএফএল ভলফসবুর্গে যোগদান করেন, যেখানে তিনি ৩ মৌসুম অতিবাহিত করার পর অবসর গ্রহণ করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Manfred Wuttich" (German ভাষায়)। kicker.de। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১২ 
  2. "Manfred Wuttich"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]