মাকতাবা শামিলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাকতাবা শামিলা
বিখ্যাত ইসলামিক ওয়েবসাইট-গ্রন্থাগার 'আল-মাকতাবাতুশ শামিলাহ'-এর হেডার চিত্র ।
দেশসৌদি আরব
প্রতিষ্ঠিত১ এপ্রিল ২০০৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

মাকতাবা শামিলা ( আরবি : المكتبة الشاملة ; ইংরেজি : Al-Maktabah Ash-Shamilah ) বা শামিলার পূর্ণনাম হল আল মাকতাবাতুশ শামিলাহ। এটা আরবি ভাষায় মুক্ত অনেকগুলো গ্রন্থের একটি সংগ্রহ এবং পড়ার জন্য মুক্ত সফটওয়্যার[১]। যেহেতু এই সংগ্রহশালার বেশিরভাগই প্রাচীন ইসলামি গ্রন্থ, সে কারণে চাইলে এটাকে একটা ইসলামি গ্রন্থাগার'ও বলা যায়। ইসলামি পণ্ডিত, গবেষক, ছাত্রদের নিকট এই গ্রন্থাগার'টি প্রসিদ্ধ এবং মুসলিমবিশ্বে এর পরিচিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে । সৌদিআরব থেকে আরবি ভাষায় এটি প্রকাশিত । বিস্তৃত গ্রন্থাগারটি ইসলামিক বই পড়ার জন্য একটি সহায়ক স্থান, এতে প্রায় ৭০০০ বই অন্তর্ভুক্তি রয়েছে,[২] দিনে দিনে এ হিসেব হয়তো আরও বৃদ্ধি পাবে ।

ইতিহাস[সম্পাদনা]

প্রথমত এটি ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল । তখন এটি ছিল নিতান্তই একটি সাধারণ গ্রন্থাগার । বই সংবলিত পোস্টগুলি ছড়িয়ে দেওয়ার মধ্যেই এটি ছিল সীমাবদ্ধ । এরপর দিনে দিনে এটি একটি বিশাল গ্রন্থাগারে পরিণত হয় । নিচে তার প্রকাশনা সংস্করণগুলি উল্লেখ করা হল ।

  • হিজরি ১৪২৬ সনের সফর মাসে, মুতাবিক ২০০৫ খ্রিস্টাব্দের এপ্রিলে এর প্রথম সংস্করণটি প্রকাশিত হয়েছিল ।
  • এর দ্বিতীয় সংস্করণটি প্রকাশিত হয়েছিল ১৪২৬ হিজরিতে জিলহজ মাসে , মুতাবিক ২০০৬ খ্রিস্টাব্দের জানুয়ারিতে ।
  • ১৪২৯ হিজরির জুমাদিউস সানি, মুতাবিক ২০০৮ খ্রিস্টাব্দে জুন মাসে এর তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ।
  • হিজরি ১৪৩৩ সনের রবিউস সানিতে, মুতাবিক ২০১২ খ্রিস্টাব্দের মার্চ মাসে এর চতুর্থ সংস্করণ প্রকাশিত হয়েছিল ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Verkinderen, Peter। "Al-Maktaba al-Shāmila: a short history | KITAB" (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৩ 
  2. "الموقع الرسمي للبرنامج (انظر اسفل الصفحة)"। ২৩ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯