ময়নামতির চর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশের একটি প্রাচীন সভ্যতা - ময়নামতি, কুমিল্লা

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দেশ হলো বাংলাদেশ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি স্থান হলো ময়নামতির চর। ময়নামতির চর করতোয়া নদী সংলগ্ন হওয়ায় উক্তস্থানটি অপরূপ শোভা ধারণ করেছে।

অবস্থান[সম্পাদনা]

বাংলাদেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ময়নামতির চর অবস্থিত। দেবীগঞ্জ উপজেলা সদর হতে এক কিলোমিটার দক্ষিণে ময়নামতির চরটি অবস্থিত। ময়নামতির চর প্রায় ৩৫ একর জমি জুড়ে বিস্তৃত।

প্রাকৃতিক সৌন্দর্য[সম্পাদনা]

ময়নামতির চর যেন সবুজের এক অপরূপ সমারোহ। উক্ত চরে বন বিভাগ কর্তৃক ৩০,০০০ এর অধিক বৃক্ষ রোপণ করা হয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য হলো-

  • আমলকি
  • আতর
  • নিম
  • কড়াই
  • মেহগনি
  • দেবদারু

নদীর পার ঘেষে উঁচু চরটি দেখতে পর্বতের মত যার চারিদিক রয়েছে পাকা রাস্তা, যা দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে। এছাড়া দর্শনার্থীদের বসার জন্য সিমেন্টের চেয়ার প্রচুর পরিমাণে রয়েছে।

উল্লেখযোগ্য ঘটনা[সম্পাদনা]

ময়নামতির চরে ২০১৩ সালের ২৫ থেকে ৩১ জানুয়ারি ১০ম জাতীয় রোভারমূট ও পঞ্চম জাতীয় কমডেকা অনুষ্ঠিত হয়েছে, যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।[১][২]

সীমানা[সম্পাদনা]

৩৫ একর প্রশস্ত স্থানটির উত্তর দিকে রয়েছে চা বাগান। এছাড়া আশেপাশের উল্লেখযোগ্য স্থানসমূহ হলো-

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দেবীগঞ্জ উপজেলা" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "দেবীগঞ্জ ময়নামতি চর হতে পারে অন্যতম পর্যটন কেন্দ্র | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৭