মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ | |
---|---|
অবস্থান | |
, ঢাকা–১২১৬ | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৯ |
প্রতিষ্ঠাতা | হাজী নূর মোহাম্মদ |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা |
বিদ্যালয় জেলা | ঢাকা |
সেশন | জানুয়ারি |
ইআইআইএন | ১০৮১৮১ |
বিদ্যালয়ের প্রধান | আখলাক আহম্মদ |
কর্মকর্তা | ১৫০ |
শিক্ষকমণ্ডলী | ৫০০ জন |
শ্রেণি | প্রথম - দ্বাদশ (বাংলা) প্রথম - পঞ্চম (ইংরেজি) |
লিঙ্গ | ছেলে, মেয়ে |
শিক্ষার্থী সংখ্যা | ৩০০০০ জন[১] |
ভাষা | বাংলা, ইংরেজি |
সময়সূচির ধরন | মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক |
বিদ্যালয়ের কার্যসময় | ৫ ঘণ্টা |
ক্যাম্পাসের ধরন | উপশহর |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল |
যোগাযোগ | ০২-৯০০০২৭৯ |
ওয়েবসাইট | mubc |
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে একটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। এটি বাংলাদেশের বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানে বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যম ও উচ্চ মাধ্যমিক শাখায় প্রায় ৩৫ হাজার ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে।
ইতিহাস
[সম্পাদনা]১৯৬৯ সালে নগন্য সংখ্যক ছাত্র- ছাত্রী নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। যাত্রাকালে বিদ্যালয়ের জমির পরিমাণ ছিল ১৭ দশমিক ৫ শতাংশ, শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪৫ জন আর শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ছিল ১৩। ১৯৭৮ সালে প্রতিষ্ঠানটি উচ্চ বিদ্যালয়ে রুপান্তরিত হয়। ২০১০ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত করা হয়। ২০১১ সালে ইংরেজি মাধ্যম চালু করা হয়।
অবস্থান
[সম্পাদনা]ঢাকা মহানগরীর মিরপুর থানার ১৩নং ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকায়। যথাঃ
- মূল বিদ্যালয় (বালিকা শাখা), মনিপুর
- মূল বিদ্যালয় (বালক শাখা), মনিপুর
- ব্রাঞ্চ-১ (বালক ও বালিকা শাখা), রুপনগর
- ব্রাঞ্চ-২ (বালক ও বালিকা শাখা), ইব্রাহিমপুর
- ব্রাঞ্চ-৩ (বালক, বালিকা ও কলেজ শাখা), শেওড়াপাড়া
- কলেজ ভবন (বালক ও বালিকা শাখা), রূপনগর
ছাত্র-ছাত্রী
[সম্পাদনা]ক্যাম্পাস | প্রভাতি | দিবা |
---|---|---|
মূল (বালিকা) | ৩৬৬৯ | ৩৫২৯ |
মূল (বালক) | ৩৬৫১ | ৩৪৭৪ |
ব্রাঞ্চ-১ | ৩৬৩৩ | ৩৫৩৫ |
ব্রাঞ্চ-২ | ২৩১২ | ২১৬৯ |
ব্রাঞ্চ-৩ | ৪০৬৩ | ৩৫০৮ |
কলেজ ভবন | ৭৬৩ | ৫১২ |
ইংরেজি মাধ্যম | ৩৬৯ | ৫২৬ |
ছাত্র-ছাত্রী
[সম্পাদনা]ক্যাম্পাস | প্রভাতি | দিবা |
---|---|---|
মূল (বালিকা) | ৩৬৬৯ | ৩৫২৯ |
মূল (বালক) | ৩৬৫১ | ৩৪৭৪ |
ব্রাঞ্চ-১ | ৩৬৩৩ | ৩৫৩৫ |
ব্রাঞ্চ-২ | ২৩১২ | ২১৬৯ |
ব্রাঞ্চ-৩ | ৪০৬৩ | ৩৫০৮ |
কলেজ ভবন | ৭৬৩ | ৫১২ |
ইংরেজি মাধ্যম | ৩৬৯ | ৫২৬ |
শিফট
[সম্পাদনা]প্রতি ক্যাম্পাসে প্রভাতি ও দিবা ২টি করে মোট ১২ টি শিফট (প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত)
শিক্ষক সংখ্যা
[সম্পাদনা]মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এ সকল শাখা মিলে বর্তমানে ৫০০ জন শিক্ষক রয়েছে।
কর্মকর্তা-কর্মচারী সংখ্যা
[সম্পাদনা]মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এ সকল শাখা মিলে বর্তমানে ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।
ক্লাসের সময়সূচি
[সম্পাদনা]৫ ক্যাম্পাসে মোট ১০টি শিফটে ক্লাস চলে।
প্রভাতি শাখাঃ
সকাল ০৭:০০ মিনিট থেকে বেলা ১১:৪৫ মিনিট
দিবা শাখাঃ
দুপুর ১২:২০ মিনিট থেকে বিকাল ০৫:১০ মিনিট।
(ঋতু ভেদে এ সময় সীমা খানিক টা পরিবর্তন হয়ে থাকে)
ফলাফল
[সম্পাদনা]২০০৭, ২০০৮ ও ২০০৯ সালে ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় স্কুলটি ৩য় স্থান অর্জন করে। এ পরীক্ষায় ২০০৮ ও ২০০৯ সালে যথাক্রমে ৬৫২ জন ও ৫৫৬ জন ছাত্রছাত্রীর এ+(জিপিএ ৫) অর্জন স্বাভাবিকভাবেই স্কুলটিকে জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে বাংলাদেশের সেরা ৩য় স্কুলের সারিতে স্থান দেয়। ২০০৯ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত অষ্টম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষায় ২য় স্থান অর্জন করে। ১৯৬৯ সালে স্থাপিত এ স্কুলটি এ পর্যন্ত দু’বার বাংলাদেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে।
এইচ.এস.সি
সন | মোট পরীক্ষার্থী | এ+ | এ | এ- | এফ | মোট পাস | পাসের হার |
---|---|---|---|---|---|---|---|
২০১৫ | ১১৬ | ০৩ | ১০৬ | ০৪ | -- | ১১৬ | ১০০ |
২০১৪ | ৮০ | ৪০ | ৪০ | -- | -- | ৮০ | ১০০ |
২০১৩ | ৯৮ | ৪৫ | ৫০ | ০৩ | -- | ৯৮ | ১০০ |
২০১২ | ৮০ | ৪০ | ৪০ | -- | -- | ৮০ | ১০০ |
এস.এস.সি
সন | মোট পরীক্ষার্থী | এ+ | এ | এ- | এফ | মোট পাস | পাসের হার |
---|---|---|---|---|---|---|---|
২০২১ | ৩৭০৬ | ২১৯১ | -- | -- | -- | ৩৭০৩ | ৯৯.৯২ |
২০২০ | ৩২৯০ | ১৪৯৯ | -- | -- | -- | ৩২৬২ | ৯৯.১৫ |
২০১৫ | ১৬১৩ | ৯২৯ | -- | -- | -- | ১৬১১ | ৯৯.৮৮ |
২০১৪ | ১৫৮০ | ৪৬১ | ১৮ | -- | -- | ১৫৮০ | ১০০ |
২০১৩ | ১৩৬৪ | ৮১২ | ৪৮২ | ৬৭ | ০২ | ১৩৬২ | ৯৯.৮৫ |
২০১২ | ১০৯৮ | ৭৬৯ | ৩১২ | ০৮ | ০১ | ১০৯৭ | ৯৯.৯০ |
২০১১ | ৯০৪ | ৬৯৫ | ২০৬ | ০১ | ০২ | ৯০২ | ৯৯.৭৮ |
২০১০ | ৯১৮ | ৬৪৬ | ২৬৬ | ০৬ | -- | ৯১৮ | ১০০ |
জে.এস.সি.
সন | মোট পরীক্ষার্থী | এ+ | এ | এ- | এফ | মোট পাশ | পাশের হার | মেধা+সাধাঃবৃত্তি |
---|---|---|---|---|---|---|---|---|
২০১৪ | ২০৪৮ | ১২৮৭ | ৭৬১ | -- | -- | ২০৪৮ | ১০০ | -- |
২০১৩ | ১৮৫৪ | ১৩৬১ | ৪৮০ | ১২ | -- | ১৮৫৪ | ১০০ | ২৯+৬২ |
২০১২ | ১৭২০ | ৫৭৩ | ৮৮২ | ২৬৫ | -- | ১৭২০ | ১০০ | ২২+৪৪ |
২০১১ | ১৫৭৫ | ৪৪২ | ৮৬০ | ২৭৩ | -- | ১৫৭৫ | ১০০ | ২৫+৫৪ |
২০১০ | ১১৮৯ | ১৭২ | ৭৬৮ | ২৪৭ | ০২ | ১১৮৭ | ৯.৮৪ | ১৬+৩৬ |
৫ম শ্রেণীর সমাপনী
সন | মোট পরীক্ষার্থী | এ+ | এ | এ- | এফ | মোট পাশ | পাশের হার | মেধা+সাধাঃবৃত্তি |
---|---|---|---|---|---|---|---|---|
২০১৪ | ৩৩২২ | ২৭৩৮ | ৫৮৪ | -- | -- | ৩৩২২ | ১০০ | -- |
২০১৩ | ২৮৬০ | ২৬২৬ | ১৮০ | -- | -- | ২৮৬০ | ১০০ | ১৩৫+০৫ |
২০১২ | ২০৭০ | ১৫৬৪ | ৪৬৭ | ৩৯ | -- | ২০৭০ | ১০০ | ১০৩+০৭ |
২০১১ | ১৯৬৬ | ১৪৫৪ | ৪৬৮ | ৪৩ | -- | ২০১১ | ১০০ | ১৬৫+০৮ |
২০১০ | ১৪০১ | ১৩৯২ | ০৯ | -- | -- | ১৪০১ | ১০০ | ১২২+০৮ |