মগনলাল গান্ধী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মগনলাল গান্ধী
মগনলাল গান্ধী
জন্ম
মগনলাল খুশালচাঁদ গান্ধী

১৮৮৩
মৃত্যু২৩ এপ্রিল ১৯২৮
জাতীয়তাভারতীয়
পিতা-মাতাকুশলচাঁদ গান্ধী
আত্মীয়মহাত্মা গান্ধী

মগনলাল খুশালচাঁদ গান্ধী (১৮৮৩ - ২৩ এপ্রিল ১৯২৮) ছিলেন একজন ভারতীয় লেখক ও গান্ধী পরিবারের সদস্য। তিনি মোহনদাস করমচাঁদ গান্ধীর একজন অনুগামী ছিলেন। তিনি ছিলেন মহাত্মা গান্ধীর ভাইপো।

কর্মজীবন[সম্পাদনা]

মহাত্মা গান্ধীর অনেক রচনায় মগনলাল গান্ধীর নাম উদ্ধৃত করা হয়েছে। মগনলাল পরামর্শ দিয়েছিলেন যে সত্যাগ্রহ শব্দটিকে মহাত্মা গান্ধীর অহিংসা নীতি দিয়ে সংজ্ঞায়িত করা উচিত। মহাত্মা গান্ধীর মতে, মগনলাল ছিলেন সবরমতী আশ্রমের হৃদয় ও আত্মা। ১৯০৩ সালে মগনলাল দক্ষিণ আফ্রিকায় গান্ধীকে অনুসরণ করেছিলেন "একটু সৌভাগ্যের আশায়।" তবে তিনি তার কাকার স্ব-আরোপিত দারিদ্র্য অনুসরণ করে ফিনিক্স সেটেলমেন্টে যোগ দেন।

মৃত্যু[সম্পাদনা]

মগনলাল ২৩ এপ্রিল ১৯২৮ সালে পাটনায় টাইফয়েডে মারা যান। ১৯২৮ সালের ২৬ এপ্রিল একটি নিবন্ধের শিরোনামের মহাত্মা গান্ধী লিখেছিলেন: 'আমার সেরা কমরেড চলে গেছে'।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]