বিষয়বস্তুতে চলুন

ভি. পি. শিবকোলুন্ধু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভি পি শিবকোলুন্ধু একজন ভারতীয় রাজনীতিবিদ। সে ২০১৬ সালের পুদুচেরি বিধানসভা নির্বাচনে লসপেট আসন থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে পুদুচেরি বিধানসভায় নির্বাচিত হন। ভি. বৈথিলিঙ্গম ২০১৯ সালে লোকসভায় নির্বাচিত হওয়ার পর তিনি পুদুচেরি বিধানসভার স্পিকার নির্বাচিত হন। [১][২][৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]