ভারতীয় পরিবার পরিকল্পনা সমিতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারতীয় পরিবার পরিকল্পনা সমিতি
গঠিত১৯৪৯
প্রতিষ্ঠাতাধনবন্তী রামা রাউ
উদ্দেশ্যযৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, পরিবার পরিকল্পনা
সদরদপ্তরমুম্বাই
যে অঞ্চলে
ভারত
ওয়েবসাইটfpaindia.org
১৯৯৯ সালে ৫০তম বার্ষিকীতে ভারতীয় পরিবার পরিকল্পনা সমিতির ডাকটিকেট

ভারতীয় পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএ ভার‍ত) ভারতের একটি নিবন্ধিত দাতব্য সংস্থা। ১৯৪৯ সালে ধন্বন্তী রামা রাউ এবং আভাবাই বোমানজি ওয়াদিয়া কর্তৃক প্রতিষ্ঠিত,[১][২] সংস্থাটির সারা দেশে ৪০টি স্থানীয় শাখা রয়েছে যা যৌন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা প্রচার করে।[৩] এটি আন্তর্জাতিক পরিকল্পিত পিতৃ-মাতৃ ফেডারেশনের জাতীয় অনুমোদিত সংস্থা। অন্যান্য বিষয়গুলির মধ্যে সংস্থাটি প্রজনন পছন্দ, আইনী ও নিরাপদ গর্ভপাত, যৌন সংক্রামিত রোগ সম্পর্কে শিক্ষা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যের প্রচার করে। এফপিএ ভারত তাদের অধীনে ৩৯টি স্থায়ী ক্লিনিক রয়েছে। বর্তমান জাতীয় সভাপতি ডা. রথনমালা এম দেশাই। এফপিএ ভারত হল ভারতের ১৮টি রাজ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী একটি সামাজিক প্রভাব সংস্থা।

স্থানীয় শাখা[সম্পাদনা]

এফপিএ ভারতের স্থানীয় শাখাগুলি হল:[৪] আগ্রা শাখা, আহমেদাবাদ শাখা, ব্যাঙ্গালোর শাখা, বেলগাঁও শাখা, বেল্লারি শাখা, ভোপাল শাখা, ভুবনেশ্বর শাখা, বিদার শাখা, বিজাপুর শাখা, চেন্নাই শাখা, ধারওয়াড় শাখা, ডিন্ডিগুল শাখা, গোমিয়া শাখা, গোয়ালিয়র শাখা, হায়দ্রাবাদ শাখা, ইন্দোর শাখা, জবলপুর শাখা, জয়পুর শাখা, কালচিনি শাখা, কলকাতা শাখা, লখনউ শাখা, মাদুরাই শাখা, মোহালি শাখা, মুম্বাই শাখা, মহীশূর শাখা, নাগাল্যান্ড শাখা, নতুন দিল্লি শাখা, নীলগিরিস শাখা, উত্তর কানারা শাখা। পঞ্চকুলা শাখা, পাটনা শাখা, পুনে শাখা, রায়চুর শাখা, রাজকোট শাখা, শিমোগা শাখা, সিংভূম শাখা, সোলাপুর শাখা, দক্ষিণ কানারা শাখা, শ্রীনগর শাখা, ত্রিভান্দ্রম শাখা এবং যমুনানগর শাখা।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Band of brothers"New Indian Express। ২ মার্চ ২০১০। ২৩ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩ 
  2. Paul Bell (১১ আগস্ট ২০০৫)। "Obituary: Avabai Wadia"Web report। The Guardian। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৫ 
  3. Dhar, Aarti (১৬ জানুয়ারি ২০১২)। "Web of love"The Hindu। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১২ 
  4. Annual Report 2013। Family Planning Association of India। ২০১৫-০৯-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-১২