ভারতীয় দাঁড়কাক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারতীয় দাঁড়কাক
প্রাপ্তবয়স্ক কাক, মুদুমালাই জাতীয় উদ্যান, মুদুমালাই, ভারত
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Passeriformes
পরিবার: Corvidae
গণ: Corvus
প্রজাতি: C. macrorhynchos
ত্রিপদী নাম
Corvus macrorhynchos culminatus
Sykes, 1832

ভারতীয় দাঁড়কাক (Corvus macrorhynchos culminatus) দাঁড়কাকের একটি উপপ্রজাতি, যা সাধারণত ভারতের সমতল ভূমিতে দেখা যায়। এদের কালো বর্ণের ঘাড় দেখে সহজেই পাতিকাক দের থেকে আলাদা করে যায়।

বিবরণ[সম্পাদনা]

এই কালো বর্ণের দাঁড়কাকের একটি শক্ত চঞ্চু আছে, যার সামনের দিকটা কিছুটা বাঁকা। এদের চঞ্চুর অগ্রভাগ খুবই তীক্ষ্ণ। এদের লেজটা কিছুটা গোলাকার ও পা ছোট আকৃতির হয়। এদের কা-কা শব্দ পাতিকাকের থেকে আলাদা না হলেও আওয়াজ অধিকতর কর্কশ। ছেলে ও মেয়ে কাকদের আলাদা ভাবে চেনা যায়।[১]

বাসস্থান[সম্পাদনা]

ভারতীয় দাঁড়কাক প্রধানত দক্ষিণের সমভূমি থেকে উত্তরের হিমালয় পাদদেশ পর্যন্ত দেখা যায়। এছাড়া উত্তর-পশ্চিমের মরুভুমি অঞ্চলের পূর্বে ও পশ্চিমবঙ্গে দেখা যায়। এদের শ্রীলঙ্কায়ও দেখা যায়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Rasmussen, PC; Anderton, JC (২০০৫)। Birds of South Asia. The Ripley Guide2। পৃষ্ঠা 599–600। আইএসবিএন 8487334660