ভাউকসার জমিদার বাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভাউকসার জমিদার বাড়ি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থানবরুড়া উপজেলা
ঠিকানাভাউকসার
শহরবরুড়া উপজেলা, কুমিল্লা জেলা
দেশবাংলাদেশ
খোলা হয়েছে১৯০৩
স্বত্বাধিকারীঅজানা
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড

ভাউকসার জমিদার বাড়ি বাংলাদেশ এর কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ভাউকসার নামক স্থানে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি[১]

ইতিহাস[সম্পাদনা]

আনুমানিক ১৯০৩ সালে এই ভাউকসার জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত। তবে কার দ্বারা এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে এই জমিদার বংশধররা যে ইসমাল ধর্মালম্বী ছিলেন তা বুঝা যায় বাড়ির মধ্যে থাকা সুন্দর নান্দনিক মসজিদ দেখে।

অবকাঠামো[সম্পাদনা]

জমিদার বাড়ির প্রবেশাদ্বার, ভবন, পুকুর ও একটি তিন গুম্বুজ বিশিষ্ট্য ফুল ও লতাপাতার নকশাকৃত মসজিদ।

বর্তমান অবস্থা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ভাউকসার জমিদার বাড়ি ও মসজিদ"। ২৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০