ব্যবহারকারী আলাপ:Syed Abdul Kader

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: NahidSultan কর্তৃক ৯ দিন আগে "আপনার জন্য একটি পদক!" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

একাধিক নিবন্ধ তৈরি প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় সুধী, বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম এবং নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা। আপনি সম্প্রতি একাধিক নিবন্ধ একইসাথে লেখা শুরু করেছেন, কিন্তু তা সম্পূর্ণ অনুবাদ করেননি। প্রতিযোগিতার নিয়মানুসারে, একই সাথে দুইটি নিবন্ধের বেশি শুরু করতে পারবেন না, যদি না ঐ দুটি নিবন্ধ আপনি সম্পূর্ণভাবে অনুবাদ করে ফেলেন। তাই আপনার প্রতি আমার অনুরোধ আপনি নতুন কোনো নিবন্ধ শুরু না করে দ্রুতই বর্তমান নিবন্ধগুলো সম্পূর্ণরূপে অনুবাদ শেষ করুন, নতুবা সেই গুলো অপসারণ করা হবে। আপনার উইকি যাত্রা শুভ হোক, কোনো সমস্যা থাকলে আমার আলাপ পাতায় যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Ibrahim Husain Meraj (আলাপ) ১২:০৯, ২১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পরামর্শ[সম্পাদনা]

সুধী, প্রতিযোগিতায় আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। প্রতিযোগিতার নিয়ম অনুসারে যান্ত্রিক অনুবাদ গ্রহণযোগ্য নয়, একই সাথে তিন/চার প্যারা কম দুইটির বেশি নিবন্ধ তৈরি করা যাবে না। কিন্তু আপনি যান্ত্রিক অনুবাদসহ একই সাথে ১২/১৩টি এক লাইনের নিবন্ধ তৈরি করেছিলেন যা উপরোক্ত কারণে অপসারণ করা হয়েছে। শুধুমাত্র রুবেলা নিবন্ধটি অপসারণ করা হয়নি, দয়া করে রুবেলা নিবন্ধটি অনুবাদ শেষ করুন ও এরপর আরও একটি শুরু করুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৪২, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:300px-Rash of rubella on back (crop).JPG-এর কপিরাইট লাইসেন্সের সমস্যা[সম্পাদনা]

চিত্র কপিরাইট সমস্যা
চিত্র কপিরাইট সমস্যা

চিত্র:300px-Rash of rubella on back (crop).JPG চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।

আমরা আরও জানার প্রয়োজন মনেকরি এর লাইসেন্সের শর্তাবলী যা এই চিত্রের কপিরাইট ধারক প্রকাশ করেছেন, যা সাধারনভাবে লাইসেন্স ট্যাগ যুক্ত করে করা হয়।যদি এই চিত্র,অডিও,ভিডিও আপনি নিজে তৈরি করেন বা সৃষ্টি কর্তা হন তবে {{জিএফডিএল-নিজস্ব}} ট্যাগ লাগিয়ে তা জিএফডিএলে মুক্ত করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন যে মিডিয়াটি মুক্ত নয় এমন তবে {{non-free fair use in|নিবন্ধের নাম}} এই ট্যাগ লাগান বা অন্য কোন ট্যাগ লাগান যা এখানে বর্নিত। কপিরাইট ট্যাগের পূর্ণ তালিকার জন্য দেখুন, চিত্র কপিরাইট ট্যাগ, যেগুলির মধ্যে থেকেও আপনি ব্যাবহার করতে পারেন।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের (সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। কায়সার আহমাদ (আলাপ) ০৯:১২, ৬ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭[সম্পাদনা]

সুপ্রিয় Syed Abdul Kader,
উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। ধন্যবাদ।

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
শনিবার ১৭:১৬, ১৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

দলগত কাজের পদক
সুপ্রিয় Syed Abdul Kader,

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) সোমবার ২৩:০২, ২২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সুপ্রিয় Syed Abdul Kader,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

You have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 6 August 2023 (UTC)