ব্যবহারকারী আলাপ:Syed.Rakib.bd

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: NahidHossain কর্তৃক ৫ বছর পূর্বে "আরমান আলিফ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

অসাধারণ অবদান পদক[সম্পাদনা]

অসাধারণ নবাগত পদক
বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য আপনাকে এই পদক দেওয়া হলো। আরো বেশী বেশী কাজ করুন এবং বাংলা উইকিপিডিয়াকে উইকিপিডিয়ার অন্যতম বড় উইকিপিডিয়া হিসেবে গড়ে তুলুন। - ফের দৌস ১২:৫৬, ৭ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

সৈয়দ রাকিব দ্রুত অপসারণ[সম্পাদনা]

সৈয়দ রাকিব নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারন হিসাবে বলা হয়েছে

অনুল্লেখ্য ব্যক্তি, নিজস্ব তথ্য, বোকামী

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার মূল নীতি অনুসারে নয়, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ার সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালার জন্য দেখুন এবং আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাক্ষ্যা করুন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{hangon}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন।তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। পরমাণু আলাপ ০৫:৩৩, ১৩ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

সৈয়দ জাকির হোসেন দ্রুত অপসারণ[সম্পাদনা]

সৈয়দ জাকির হোসেন নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারন হিসাবে বলা হয়েছে

যে ব্যক্তি নিবন্ধটি তৈরি করেছে, নিবন্ধটি সেই ব্যক্তির পিতা সম্বন্ধিত; যিনি একজন অনুল্লেখযোগ্য ব্যক্তি।

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার মূল নীতি অনুসারে নয়, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ার সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালার জন্য দেখুন এবং আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাক্ষ্যা করুন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{hangon}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন।তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। পরমাণু আলাপ ০৫:৫৯, ১৩ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া অ্যাডভেঞ্চারে স্বাগতম![সম্পাদনা]

হাই Syed.Rakib.bd! আমরা খুবই আনন্দিত যে আপনি আমাদের সম্প্রদায় ও লক্ষ্যের সাথে পরিচিত হওয়ার এই বন্ধুসুলভ ও মজাদার পদ্ধতির খেলাটি খেলে তা শিখতে চেয়েছেন। আমার মতে, এই সংযোগগুলো আপনার শুরু করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

-- ০৬:২৫, মঙ্গলবার ৫ ডিসেম্বর, ২০১৭ (ইউটিসি)

সাহায্য নিন
উইকিপিডিয়া অ্যাডভেঞ্চার সম্পর্কে | তারকামণ্ডলীর বিশ্রামকক্ষে প্রবেশ করুন

উইকিপিডিয়া কোনো ব্লগ নয়[সম্পাদনা]

আপনার ব্যবহারকারী পাতায় থাকা অপ্রাসঙ্গিক কথা গুলো মুছে ফেলতে অনুরোধ করা হচ্ছে দেখুন আমার ব্যবহারকারী পাতায় কী রাখা উচিত নয়? Soumyapatra13 (আলাপ) ১৭:১৫, ২০ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

Soumyapatra13 (আলাপ) ১৭:১৫, ২০ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

জীবনের ইতিহাস লিখে পেললেন![সম্পাদনা]

হা.....হা.......হা.......আপনি তো দেখি আপনার জীবনের পুরো ইতিহাস লিখে পেললেন উইকিপিডিয়াতে। আর কিছুই বাকি নাই লেখার মত। তবে ভালো লাগলো আপনার এই বিষয়টা দেখে। তবে একটা বিষয়ে আশ্চার্য হলাম, সেটা হলো আপনার এই পেজটি এখনো টিকে আছে? এটাতো অনেক আগেই মুছে দেওয়ার কথা। আশা করি এইসব বলাতে আবার কিছু মনে করবেন না। ধন্যবাদ।

আরমান আলিফ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

আরমান আলিফ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আরমান আলিফ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। নাহিদ হোসেন (আলাপ) ১৯:২৬, ৭ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন