ব্যবহারকারী আলাপ:Rafiqun Nabi Rafen

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Rafiqun Nabi Rafen কর্তৃক ১০ বছর পূর্বে "প্রাথমিক চিকিত্সা" অনুচ্ছেদে

প্রাথমিক চিকিত্সা[সম্পাদনা]

অসুস্থতা বা আঘাত জনিত কারনে প্রাথমিক যত্নের বাবস্থার নাম প্রাথমিক চিকিৎসা। সাধারণত ইহা অনভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা সম্পন্ন হয়। কখনও কখনও জরুরী অবস্থায় অভিজ্ঞদের দ্বারাও সম্পন্নও হয়ে থাকে। কিছু সীমিত অসুস্থতা বা ছোটখাট আঘাতে প্রাথমিক চিকিত্সা পর পুনরায় আরও চিকিত্সার প্রয়োজন নাও হতে পারে। সাধারণত সীমিত কিছু সরঞ্জাম সঙ্গে বহন করা যেতেই পারে আর কখনও কখনও তা জীবন বাঁচাতে মুখ্য ভূমিকা পালন করে থাকে। যদিও প্রাথমিক চিকিত্সা শব্দটি কেবল মাত্র মানুষের ক্ষেত্রেই ব্যবহৃত হয় কিন্ত সব প্রাণীদের ক্ষেত্রেই এই সেবা দেওয়া যেতে পারে।--Rafiqun Nabi Rafen (আলাপ) ০৬:৪৬, ২২ মার্চ ২০১৪ (ইউটিসি)উত্তর দিন