বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:NeuralNomad

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: KanikBot কর্তৃক ৪ দিন আগে "আপনার তৈরি খসড়া:বক্ররেখা সম্পর্কে" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

নৃবিজ্ঞানে সন্মাননার তালিকা নিবন্ধ[সম্পাদনা]

খসড়া:নৃবিজ্ঞানে সম্মাননার তালিকা খসড়া পাতায় স্থানান্তর করা হয়ছে সেখানে পুরো নিবন্ধ শেষ করে পরে মৃলত পাতা স্থানান্তর করা হবে মো. জনি হোসেন (আলাপ) ০৭:৪০, ১৪ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ঠিক আছে Kali Green (আলাপ) ০৮:৪০, ১৪ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ[সম্পাদনা]

প্রিয় Kali Green,
আশা করি এই হালকা শীতের সূচনালগ্নে বেশ ভালো আছেন। চলতি বছরের গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর জুড়ে বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩ এডিটাথনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২১ - ২০২৩
০৯:৫৭, ৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

পূরণ করেছি, ধন্যবাদ Kali Green (আলাপ) ১২:০১, ৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বক্ররেখা পৃষ্ঠাটিকে খসড়া নামস্থানে স্থানান্তরের বিজ্ঞপ্তি[সম্পাদনা]

প্রিয় Kali Green, বক্ররেখা নিবন্ধটি তৈরির জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু এক বা একাধিক ব্যবহারকারী উদ্বেগ প্রকাশ করেছেন যে এটি এখনও মূল নামস্থানের জন্য উপযুক্ত নয় । মানোন্নয়নের সুযোগ অক্ষুণ্ণ রেখেই পাতাটি খসড়া নামস্থানে স্থানান্তর করা হয়েছে। আপনি বা অন্য যেকোনো ব্যবহারকারীকে এখানে নিবন্ধটির মানোন্নয়ন বা উল্লেখিত সমস্যা নিরসনের জন্য অনুরোধ করা হচ্ছে। একইসঙ্গে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটিকে পুনরায় মূল নামস্থানে স্থানান্তর না করতেও অনুরোধ করা হচ্ছে।

পুনশ্চঃ টানা ৬ মাসের মধ্যে কোনোরূপ উল্লেখযোগ্য ও গঠনমূলক (উদাহরণ: অনুল্লেখ্য/বট সম্পাদনা ইত্যাদি গণনায় ধরা হবেনা) সম্পাদনা না হলে বা উল্লেখিত সমস্যাগুলোর নিরসন না হলে নিবন্ধটি পরিত্যক্ত বলে বিবেচিত হবে এবং খসড়া নামস্থান থেকেও অপসারিত হবে। এটি করা হবে দ্রুত অপসারণের বিচারধারার স১৩ অনুসারে। -- Aishik Rehman (আলাপ) ০৬:২২, ২৩ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

পোর্শা কারারা নিবন্ধটি সম্পর্কে[সম্পাদনা]

সুপ্রিয় Kali Green, আমি Tanvir 360। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ৩ জানুয়ারি, ২০২৪ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ১০ দিন পূর্বে পোর্শা কারারা নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একাধিক সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাগুলো নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো:

  1. নিবন্ধটিতে কোন উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত নেই
  2. নিবন্ধটিতে কোনও বিষয়শ্রেণী যোগ করা হয়নি

আপনি যা করতে পারেন:

  1. নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্র প্রদান করে এই নিবন্ধটির মানোন্নয়ন করুন। তা নাহলে নিবন্ধটি অপসারণ করা হতে পারে
  2. একটি বিষয়শ্রেণী যোগ করুন, যেন এটি এই বিষয়ের অন্যান্য নিবন্ধের সাথে আপনার নিবন্ধটি তালিকাভুক্ত করা যায়

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। তানভীর (আলাপঅবদান) ১৩:২০, ১৩ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় Kali Green,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪[সম্পাদনা]

সুধী, আপনি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে জৈবপ্রযুক্তির ইতিহাস নিবন্ধটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। নাম লিখে গত ৭ দিন বা তারও বেশি সময়েও নিবন্ধটি অনুবাদ শুরু করেন নি। তাই নিবন্ধটি অন্য প্রতিযোগীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পুনরায় কাজ করতে চাইলে আবার নাম যোগ করুন (যদি অন্য কেউ ইতোমধ্যে নাম যোগ না করে থাকে) অথবা তালিকা থেকে অন্য কোনো নিবন্ধ বাছাই করুন। শুভেচ্ছাসহ ~ Yahya (আলাপ) ১৭:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪[সম্পাদনা]

সুধী, আপনি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে সময়রক্ষণ যন্ত্রের ইতিহাস নিবন্ধটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। নাম লিখে গত ৭ দিন বা তারও বেশি সময়েও নিবন্ধটি অনুবাদ শুরু করেন নি। তাই নিবন্ধটি অন্য প্রতিযোগীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পুনরায় কাজ করতে চাইলে আবার নাম যোগ করুন (যদি অন্য কেউ ইতোমধ্যে নাম যোগ না করে থাকে) অথবা তালিকা থেকে অন্য কোনো নিবন্ধ বাছাই করুন। শুভেচ্ছাসহ ~ Yahya (আলাপ) ১৭:৪১, ১০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার খসড়া নিবন্ধ, খসড়া:বাহ্যিক অর্থায়ন[সম্পাদনা]

সুপ্রিয়, NeuralNomad। "বাহ্যিক অর্থায়ন" পৃষ্ঠাটি তৈরির জন্য আপনার জমা দেওয়া নিবন্ধ সৃষ্টির অনুরোধের পাতাটিতে বা খসড়া পাতাটিতে আপনি প্রায় ছয় মাসেরও বেশি সময় আগে সর্বশেষ সম্পাদনা করেছিলেন।

আমাদের নীতিমালা অনুসারে বিশ্বকোষের মূল নামস্থানের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত এরকম উপাদানগুলোর অনির্দিষ্টকালের হোস্টিংয়ের জন্য উইকিপিডিয়া উপযুক্ত স্থান নয়, তাই খসড়াটি মুছে ফেলা হয়েছে। আপনি যদি এটির উপর আরও কাজ করার পরিকল্পনা করেন এবং এটি পুনরুদ্ধার করতে চান, তবে আপনি এর জন্য পুনরুদ্ধারের অনুরোধ করতে পারেন। প্রযোজ্য ক্ষেত্রে একজন প্রশাসক তা পুনরুদ্ধার করে দিবেন, যাতে আপনি এটিতে কাজ চালিয়ে যেতে পারেন।

অনুরোধটি জমা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনার সম্পাদনা যাত্রা শুভ হোক! -- Yahya (আলাপ | অবদান) ১৮:৫৮, ২৪ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি খসড়া:নৃবিজ্ঞানে সম্মাননার তালিকা অপসারণের জন্য ট্যাগকৃত[সম্পাদনা]

আপনার তৈরি "নৃবিজ্ঞানে সম্মাননার তালিকা" খসড়াটি ছয় মাস ধরে কোনো সম্পাদনা হয়নি।

যেহেতু নীতিমালা অনুসারে উইকিপিডিয়ার নিবন্ধ নামস্থানের অনুপযোগী বিষয়বস্তু অসীম সময় রাখার জন্য নয়, তাই খসড়াটি অপসারণের জন্য মনোনীত হয়েছে। আপনার যদি খসড়াটি উন্নয়নের, খসড়ার সমস্যাগুলো দূর করার পরিকল্পনা থাকে, তবে এটি সম্পাদনা করুন এবং {{db-g13}}, {{db-draft}} অথবা {{db-afc}} কোড অপসারণ করলেই হবে।

যদি খসড়াটি ইতিমধ্যে অপসারিত হয়ে থাকে এবং এটি উন্নয়নের জন্য পুনরুদ্ধার করতে চান, তবে আপনি এখানে অনুরোধ করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে একজন প্রশাসক এটি পুনরুদ্ধার করে দিবেন।

আপনার অবদানের জন্য ধন্যবাদ! KanikBot (আলাপ) ০৭:১৯, ১১ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি খসড়া:বক্ররেখা সম্পর্কে[সম্পাদনা]

সুপ্রিয় অবদানকারী, আপনার তৈরি এই খসড়াটিতে গত ৫ মাস বা এরও অধিক সময় কোনো সম্পাদনা হয়নি। লক্ষ্য করুন যে, যদি খসড়াটিকে এভাবে সম্পাদনাহীনভাবে ৬ মাস ফেলে রাখা হয় তবে WP:CSD#G13 ধারা অনুসারে এটিকে অপসারণ করা হতে পারে। KanikBot (আলাপ) ০৭:২৩, ১১ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন