ব্যবহারকারী আলাপ:Hafezahmad1000

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Moheen কর্তৃক ৫ বছর পূর্বে "উইকিআড্ডা চট্টগ্রাম, মার্চ ২০১৯" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০২:০০, ৯ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

Ocean acidification নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

Ocean acidification নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/Ocean acidification পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Muḥammad (আলাপ) ০৭:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্রবিহীন ও অতি সংক্ষিপ্ত নিবন্ধ সম্পর্কিত সতর্কবার্তা[সম্পাদনা]

সুপ্রিয় ব্যবহারকারী Hafezahmad1000,

আপনি ইদানীং একের পর এক নিবন্ধ তৈরি করে চলেছেন, যেগুলির বিষয়বস্তু যথেষ্ট উল্লেখযোগ্য হলেও নিবন্ধগুলি এত ছোট এবং তথ্যসূত্রহীন থাকছে যে সেগুলি অপসারণের আওতায় চলে আসছে। এই বিষয়ে আপনি সাহায্যের জন্য উইকিপিডিয়া:নিবন্ধের আকারউইকিপিডিয়া:নীতিমালা ও নির্দেশাবলী পাতাদু'টি দেখতে পারেন।
আপনার কাছে এখন সনির্বন্ধ অনুরোধ, নতুন নিবন্ধ তৈরি করার আগে আপনি ইতিমধ্যে যে নিবন্ধগুলি তৈরি করেছেন, সেগুলির সম্প্রসারণ করে ন্যুনতম মাত্রায় (নিবন্ধের মূল লেখার আয়তন অন্তত ১৫০০ বাইট, এর মধ্যে তথ্যসূত্র, টেমপ্লেট, ছবি, বহিঃসংযোগ, অনুচ্ছেদ শিরোনাম, প্রভৃতিকে বিবেচনা করা হয় না) পৌঁছে দিন এবং আপনার লেখার সমর্থনে উপযুক্ত নিরপেক্ষ উৎস থেকে তথ্যসূত্র উল্লেখ করে নিবন্ধগুলির মান্যতা প্রতিষ্ঠিত করুন। অনুগ্রহ করে উইকিপিডিয়া নিবন্ধের মান বজায় রাখুন। -- Arindam Maitra (আলাপ) ০২:৫৩, ১৯ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

নতুন নিবন্ধ তৈরি প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় হাফেজ ভাই, আশা করি ভালো আছেন। আপনি বাংলা উইকিপিডিয়ায় বেশ কিছু নতুন নিবন্ধ তৈরি করেছেন, যা খুবই ভালো কথা। কিন্তু আপনি যদি পূর্বে তৈরি নিবন্ধ আবার তৈরি করেন, তাহলে তো আপনি বৃথাই কষ্ট করছেন। যেমন আপনি সমুদ্রবিজ্ঞান নিবন্ধে অবদান রেখেছেন, যা একটি পুনঃনির্দেশ ছিলো। ফলে আপনার অবদান বৃথাই গেলো, বরং আপনি মূল নিবন্ধ সমুদ্রবিদ্যা-য় কিছু তথ্য যোগ করতে পারতেন।

অনুবাদ করার সময় খেয়াল করবেন যে, ইংরেজি নিবন্ধের বামে নিচের দিকে ভাষার কলামে আগেই বাংলা নিবন্ধ তৈরি হয়েছে কিনা! সেটা তৈরি না থাকলে আপনি তৈরি করতে পারেন, আর তৈরি করা হয়ে থাকলে আপনি ঐ তৈরিকৃত নিবন্ধের মান উন্নয়ন করতে পারেন। কোনো সমস্যায় আলাপ পাতায় যোগাযোগ করতে পারেন। Ibrahim Husain Meraj (আলাপ) ১০:১০, ২৯ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ব্যাহারকারীর নাম দিতে পারছি না।[সম্পাদনা]

কিভাবে দিবো রবিউল ইসলাম জীবন (আলাপ) ০৯:৫৬, ২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

উইকিআড্ডা চট্টগ্রাম, মার্চ ২০১৯[সম্পাদনা]

সুপ্রিয় Hafezahmad1000,
আগ্রামী ২৯ মার্চ ২০১৯, চট্টগ্রামের উইকিপিডিয়ানদের দশম উইকিমিটআপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায় আয়োজিত উইকিপিডিয়ানদের এই আড্ডা সকলের জন্য উন্মুক্ত। বিস্তারিত দেখুন আড্ডার পাতায়
আপনাকে আড্ডায় আমন্ত্রণ এবং এখানে নাম নিবন্ধনের অনুরোধ জানানো হচ্ছে।
ধন্যবাদ। ‍‍‍‍~মহীন (আলাপ) ১৮:৩৮, ২৭ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন


সুপ্রিয় Hafezahmad1000,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~