ব্যবহারকারী আলাপ:Bm.riyadh

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: YahyA কর্তৃক ৩ বছর পূর্বে "রহস্যপত্রিকা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা" অনুচ্ছেদে

প্রিয় Bm.riyadh, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ



কাজে নেমে পড়বার সহজ উপায় হল নীচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল    আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা।  তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে প্রসারণ বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bn ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন!আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 



--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:২৫, ২৯ মে ২০০৯ (UTC)

নতুন উপবিষয় শ্রেণী যোগ করতে চাই[সম্পাদনা]

আমি প্রকৌশল শ্রেণীতে উপবিষয় শ্রেণী হিসেবে খাদ্য ও প্রক্রিয়াজাতকরণ প্রকৌশল যোগ করতে চাই। কিভাবে করব?

আপনার আলাপ পাতায় যে জন্য এসেছি.... অনুগ্রহপূর্বক আলাপ:হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাতাটি দেখুন। আর কোনো সাহায্য পেতে আপনার আলাপ পাতায় {{সাহায্য করুন}} লিখুন, এবং তার ঠিক নিচেই আপনার প্রশ্ন/সমস্যা যোগ করুন। তাহলে কোনো একজন ব্যবহারকারী আপনার আলাপ পাতায় গিয়ে আপনার সমস্যার জবাব দেবেন। আপনি চাইলে কোনো নির্দিষ্ট ব্যবহারকারীর আলাপ পাতায় গিয়েও প্রশ্ন রাখতে পারেন। এভাবে লিখলে তা কারো চোখে নাও পড়তে পারে। উপবিষয়শ্রেণী যোগ করার জন্য, যে বিষয়শ্রেণীতে, আপনি বিষয়শ্রেণীটি উপবিষয়শ্রেণী হিসেবে যোগ করতে চান, সেই বিষয়শ্রেণী পাতাটির নাম লিখে দিন [[বিষয়শ্রেণী:বিষয়শ্রেণীর নাম]] এভাবে। ধন্যবাদ।--তানভির (আলাপ | অবদান) ১৭:০৮, ১৩ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

চিত্র আপলোড সম্পর্কিত কিছু পরামর্শ[সম্পাদনা]

উইকিপিডিয়াতে চিত্র আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। এই বার্তাটি কেবলমাত্র আপনার জন্য সাহায্য ও নীতিবার্তা। সাবধানতার সাথে ছবি বা চিত্র আপলোড করুন।চিত্র বা কোনো মিডিয়া আপলোড করার আগে এটা নিশ্চিত হয়ে নিন যে আপনি উইকিপিডিয়া ছবি ব্যবহারের নীতি ভালো করে পাঠ করেছেন ও সেগুলিকে অনুসরণ করছেন। দয়া করে জেনে রাখুন যে আপনি যে চিত্র বা মিডিয়াকে ইন্টারনেটে পাবেন তা কপিরাইট যুক্ত এবং তা উইকিপিডিয়ায় আপলোড করার উপযুক্ত নয়। তাই কপিরাইট সংরক্ষিত ছবি বা ওয়েবসাইট থেকে প্রাপ্ত কপিরাইটেড ছবি আপলোড করা থেকে বিরত থাকুন। আপনি যে চিত্র বা মিডিয়া আপলোড করতে চাইছেন তা কি মুক্ত (Free)? ( যা সাধারণত আপনার ক্যামেরায় তোলা ও উইকিপিডিয়াতে মুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন বা ১০০ বছর আগের ছবি।) তবে দয়া করে উইকিমিডিয়া কমনসে অ্যাকাউন্ট তৈরী করে অথবা লগইন করে চিত্রটিকে সেখানে আপলোড করার চেষ্টা করুন।

{{Information
|Description=
|Source=
|Date=
|Author=
|Permission=
|other_versions=
}}

উইকিপিডিয়াতে চিত্র আপলোড অবশ্যই উৎস ও সারাংশ এবং কপিরাইট ট্যাগ ড্রপ-ডাউন মেনু থেকে উল্লেখ করতে হবে। যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। সেইগুলিকে যথাযত ঠিক করুন। সারাংশ বর্ণনা দেবার জন্য আপনাকে পাশের সারাংশ ফর্মটি কপি পেষ্ট করতে হবে আপলোডের সারাংশে। উইকিপিডিয়াতে বিভিন্ন প্রকারের সারাংশ ফর্ম আছে। এইটি একটি আদর্শ সারাংশ ফর্ম। আপনি ফাইল আপলোড করার সময় ব্যবহার করার চেষ্টা করুন যেখানে...

  • Description আপনার ফাইলের যতোটা সম্ভব বিস্তারিত বর্ণনা দিন
  • Source উৎস হিসাবে ওয়েবলিঙ্ক দিন অথবা আপনার নিজের কাজ হলে লিখুন "নিজস্ব কাজ"
  • Date এই কাজে তৈরী অথবা প্রকাশের তারিখ দিন
  • Author এর প্রনেতার নাম দিন

উৎস-বিহীন ও কপিরাইট ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে (দ্রুত অপসারণ নীতিমালা মতে)। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে আরও কোন প্রশ্ন থাকে, দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় বা আমার আলাপ পাতায় জানান। আপনাকে আবার ধন্যবাদ।

--জয়ন্ত (আলাপ | অবদান) ১৮:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

ছবি আপলোড[সম্পাদনা]

Image:Hstu.jpg চিত্রটি নন-ফ্রি মিডিয়ার ব্যবহার-এর মধ্যে পড়ে নন-ফ্রি মিডিয়া(মুক্ত-নয় এমন মিডিয়া) গুলিকে সৎ উদ্দেশ্যে বা সৌজন্যমূলক ব্যবহার করতে পাশের সারাংশ ফর্মটি ব্যবহার করুন।

{{Non-free use rationale
| Description       = 
| Source            = 
| Article           = 
| Portion           = 
| Low_resolution    = 
| Purpose           = 
| Replaceability    = 
| other_information = 
}}
  • Description ফাইলের যতোটা সম্ভব বিস্তারিত বর্ণনা দিন
  • Source উৎস জানান বা উৎস হিসাবে ওয়েবলিঙ্ক
  • Article যে নিবন্ধের জন্য ব্যবহার হবে তার নাম দিন, মনে রাখবেন ফাইলটি যদি একাধিক নিবন্ধে ব্যবহার হয়, প্রতি ব্যবহারের জন্য এই ফর্মটি পুরণ করতে হবে।
  • Portion কপিরাইট যুক্ত কতটা অংশ এখানে ব্যবহার করা হচ্ছে তা বলুন।
  • Low_resolution নিম্ন-রিজলিউশনের হলে ভালো হয়।
  • Purpose প্রকৃত উদ্দেশ্য বলুন
  • Replaceabilityএই মিডিয়াটিকে কোনও মুক্ত সমতুল্য অথবা সৃষ্ট ছবি দ্বারা কেন প্রতিস্থাপন করা যাচ্ছে না তা যুক্তিযুক্ত ভাবে ব্যাখ্যা করুন।
  • other_information অন্য কোন তথ্য থকলে জানান

বিকল্প টেমপ্লেটগুলি {{Non-free image data}} সাথে {{Non-free image rationale}}একটি আদর্শ নন-ফ্রি মিডিয়া(মুক্ত-নয় এমন মিডিয়া)র সৎ উদ্দেশ্যে বা সৌজন্যমূলক ব্যবহার কিভাবে করা হয়েছে তা চিত্র:SheikhMujiburRehman.jpgFile:Fhtemp.jpg এই চিত্রের মাধ্যমে আপনি দেখতে পারবেন।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৬:০৪, ১৯ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

রহস্যপত্রিকা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

রহস্যপত্রিকা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রহস্যপত্রিকা পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। —ইয়াহিয়াবলুন... ১০:০২, ১৩ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন