ব্যবহারকারী আলাপ:রণি বসু

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Nettime Sujata কর্তৃক ২ বছর পূর্বে "বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

কলিগেটিভ প্রপার্টিস নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

কলিগেটিভ প্রপার্টিস নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কলিগেটিভ প্রপার্টিস পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ইসমাইল (আলাপ) ১৬:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

তথ্যছক[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়াতে আপনার সম্পাদনা ভালোই হচ্ছে, আপনাকে শুভেচ্ছা। একটি বিষয় যদিও একটু খেয়াল করবেন, নিবন্ধের তথ্যছক (যে বাক্সটা ডাপাশে দেখায়) ওটা নিবন্ধ তৈরির সময় সবার নিবন্দের মূল লেখার সবার উপরে বসাতে হয় অর্থাৎ ভূমিকার উপরে যা আপনি ভূমিকারে নিচে বসিয়েছেন আপনার তৈরি করা নিবন্ধে। এটি বড় কোন বিষয় নয়, আপনার সম্পাদনা চালিয়ে যান। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়া কলকাতা সম্প্রদায়ের সাথে যুক্ত হওয়ার আহ্বান[সম্পাদনা]

প্রিয় রণি বসু

আশা করি ভালো আছেন। সক্রিয় পশ্চিমবঙ্গ উইকিপিডিয়ানদের মধ্যে অবশ্যই আপনি একজন। বাংলা উইকিপিডিয়ার মানোন্নয়নের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গ-ভিত্তিক [পশ্চিমবঙ্গ উইকিপিডিয়া সম্প্রদায়ের] সঙ্গে যুক্ত হতে আহ্বান করছি। আরো জানতে দয়া করে সোশ্যাল মিডিয়াতে আমার সাথে জুড়ুন, আমার ইমেল- shuvendu1947khan@gmail.com এবং আমার আলাপ পাতায় আমার সাথে যোগাযোগ করুন। আপনাকে অশেষ ধন্যবাদ। খাঁ শুভেন্দু (আলাপ) ১০:২৯, ১৩ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@রণি বসু:

আমার ফোন নং - ৭৭৯৭৬৭৫৪০৮। ফোন করুন বা এখানে অপনার ফোন নং দিন আমি ফোন করে বিস্তারিত বলছি। ভালো থাকবেন। খাঁ শুভেন্দু (আলাপ) ১৮:২৬, ১৩ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@রণি বসু: পশ্চিমবঙ্গ উইকিপিডিয়া দলের সঙ্গে যুক্ত হতে ইচ্ছু হলে উপরে দেওয়া ফোন নম্বর বা ইমেল ঠিকানাতে যোগাযোগ করুন। ... অথবা আপনার ফোন নং বা ইমেল জানান আমরা যোগাযোগ করবো।... আপনার উইকি যাত্রা শুভ হোক।... খাঁ শুভেন্দু (আলাপ) ১৫:০১, ২৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

অনুল্লেখ্য পদক
আপনি অল্প সময়ে কিছু মানসম্মত নিবন্ধ তৈরী করেছেন। বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কাল্পনিক চরিত্রগুলিকে বাংলা উইকিপিডিয়ায় নিয়ে আসার জন্য আপনাকে এই পদক প্রদান করা হল। সম্পাদনা চলতে থাকুক, তবে নিবন্ধগুলিতে আরো প্রামান্য তথ্যসূত্র প্রদান করুন। Pinakpani (আলাপ) ০৬:৫০, ২৫ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় রণি বসু,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় রণি বসু,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন