ব্যবহারকারী আলাপ:নীরব শ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Al Riaz Uddin Ripon কর্তৃক ১ বছর পূর্বে "Md.Farhan Mahmud আপনাকে একটি বার্তা পাঠিয়েছে" অনুচ্ছেদে

Md.Farhan Mahmud আপনাকে একটি বার্তা পাঠিয়েছে[সম্পাদনা]

আপনাকে সকপাপেট্রির জন্য সন্দেহ করা হচ্ছে, এরমানে হলো কেও সন্দেহ করেছে আপনি অবৈধ উদ্দেশ্যে একাধিক উইকিপিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করছেন। সম্পর্কিত প্রমাণ দেখার জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/জঙ্গলবাসী দেখুন। এই পাতায় প্রতিক্রিয়া জানানোর পূর্বে এই সম্পর্কিত নির্দেশনাবলীর সাথে আপনি পরিচিত কিনা তা নিশ্চিত হয়ে নিন। আপনাকে ধন্যবাদ।

ফারহান  «আলাপ» ০৩:০০, ১৮ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Md.Farhan Mahmud:, একাধিক অ্যাকাউন্ট তৈরি করার ইচ্ছা আমার নেই, করতে চাই না এরূপ কর্ম তবে আমি একটা অ্যাকাউন্ট থেকে সম্পাদনা করছি হঠাৎ করে সেটা বাঁধা প্রাপ্ত হয়ে যায় প্রশাসক কর্তৃক স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারী হতে পারার আগেই, পরে আমি আরেকটা অ্যাকাউন্ট খুলি, এভাবে চলতে থাকে। নীরব শ (আলাপ) ০৩:০৪, ১৮ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
সক-পাপেটিংয়ের কারণে আপনাকে বাধা দেওয়া হল। এরচেয়েও গুরুত্বপূর্ণ কারণ হল বারবার বলার পরও একই বার্তা বিভিন্ন ব্যবহারকারীর আলাপ পাতায় দিয়ে বিরক্ত করা। দয়া করে অন্যদের বিরক্ত করা থেকে বিরত থাকুন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:২৮, ১৮ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন